ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সানজামুল ইসলাম ও তাইজুল ইসলামের নৈপুণ্যে বরিশাল বিভাগকে গুঁড়িয়ে জাতীয় ক্রিকেট লিগে দুই দিনেই ইনিংস ব্যবধানে জিতে গেল রাজশাহী বিভাগ। যদিও প্রথম ইনিংসে মাত্র ১৫১ রান করেছিল দলটি। তারপরও মঙ্গরবার ইনিংস ও ৯ রানে জিতেছে রাজশাহী।
প্রথম ইনিংসে ৮২ রান করা বরিশাল এবার গুটিয়ে গেছে কেবল ৬০ রানে। এই ম্যাচের আগে দলটির সর্বনিম্ন ছিল ৮৭, ২০০৭ সালে রাজশাহীর বিপক্ষেই।
বিকেএসপির চার নম্বর মাঠে মঙ্গলবার ১ উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করা বরিশালের ইনিংস শেস হয়ে যায় ৩৪ ওভার। এরআগে নাইটওয়াচম্যান কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে সাবধানী শুরু করেন মইনুল ইসলাম। ১৪ রান করা রাব্বিকে ফিরিয়ে দেন সানজামুল। তবে
মইনুল বেশ দেখে শুনেই খেলছিলেন। কিন্তু সানজামুলের বাড়তি লাফানো বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান তিনি। ৩ চারে এই ওপেনার করেন ২৮। এরপরই সানজামুল ও তাইজুলের দারুণ বোলিংয়ে মাত্র ৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে বরিশাল। দলটির ৯ ব্যাটসম্যান যেতে পারেননি দুই অঙ্কে।
১৫ রানে ৬ উইকেট নেন সানজামুল। প্রথম ইনিংসে ১৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে ৩৩ রানে পেলেন ১০ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম বার পেলেন ইনিংসে পাঁচ উইকেট, ম্যাচে ১০ উইকেট পঞ্চমবার। তাইজুল ২৩ রানে নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ৮২
রাজশাহী ১ম ইনিংস: ১৫১
বরিশাল ২য় ইনিংস: (আগের দিন ২৩/১) ৩৪ ওভারে ৬০ (মইনুল ২৮, রাব্বি ১৪, মাহমুদ ১৪, সালমান ৪, মইন ২, সোহাগ ০, শামসুল ১, আবু সায়েম ০, তানভির ০, মনির ০*; মোহর ৫-০-১৪-০, সানজামুল ১৩-৭-১৫-৬, তাইজুল ১২-৬-২৩-৪, হৃদয় ১-০-৪-০, মুক্তার ৩-২-১-০)
ফল: রাজশাহী ইনিংস ও ৯ রানে জয়ী
ম্যাচ সেরা: তাইজুল ইসলাম
Discussion about this post