ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে সুখবর পেলেন সাইফ হাসান। মঙ্গলবার রাতে জাতীয় দলের এ তরুণ ব্যাটসম্যান করোনা নেগেটিভ হয়েছেন। এরআগে গত ৭ সেপ্টেম্বর তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
১৪ দিন পর করোনা থেকে মুক্ত হওয়ার খবর সাইফ নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ! আজ কোভিড নেগেটিভ হয়েছি। ১৪ দিন আগে পজেটিভ হয়েছিলাম, এরপর নিজেকে সেলফ-আইসোলেশনে রেখেছিলাম। কিন্তু আমার বাবা-মা আর বোন আমার জন্য যা করেছে, এক পর্যায়ে আমিই ভুলেই গিয়েছিলাম যে আমি কোভিড পজেটিভ।’
এর আগের দুই দফা পরীক্ষায় করোনা পজেটিভের খবর দিয়েছিলেন সাইফ হাসান। যে কারণে শ্রীলঙ্কা সফরে তাকে নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে তৃতীয় ধাপের পর চতুর্থ পরীক্ষায়ও করোনা থেকে মুক্তি পেয়েছেন তিনি। যে কারণে স্বস্তিতে রয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
মাত্রই করোনা মুক্ত হয়েছেন। তাই দ্রুত সময়ের মধ্যে শ্রীলঙ্কা মিশনের জন্য সাইফ প্রস্তুতি শুরু করবেন। এমন আশা করছেন তিনি।
Discussion about this post