প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের পর লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও দেশের বাইরে সফর করা হয়নি। সেই আক্ষেপটাও শেষ হচ্ছে এবার। মঙ্গলবার বিকালেই প্রথমবার আন্তর্জাতিক সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই সফরে প্রতিপক্ষের সঙ্গে কোয়ারেন্টাইন নিয়েই যেন আপাতত ভাবনা বেশি। শুরুতেই১৪ দিন থাকতে হবে মাঠের বাইরে। করোনার কারণেই করতে হচ্ছে এমনটা। যা ভাবনায় রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুসকেও।
কোয়ারেন্টাইন নিয়ে বাড়তি ভাবনা বাংলাদেশ ক্রিকেট দলের। গত সোমবার মিরপুরে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘দেখুন নিউজিল্যান্ডের কন্ডিশন ভালো না খারাপ সেটা বলতে পারবো না। যখন খেলতে যাচ্ছি, খেলার জন্যই যাচ্ছি আমরা। আপনি ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে খেলবেন, এটা একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সাতদিন রুমে বন্দী, কোয়ারেন্টাইন। এটা নিয়ে আমরা সবাই চিন্তিত।’
কিউইদের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২০ মার্চ প্রথম ওয়ানডে। তার আগে দেশটিতে পা রেখেই থাকতে হবে হোটেলবন্দী। ৭ দিন ঘরবন্দি কোয়ারেন্টাইন, বাকি সাত দিন অনুশীলনের সুযোগ মিলবে। এছাড়া বাইরে বেরোনোর কোন সুযোগই পাবেন না মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা।
এবারের সফরে দলের সঙ্গে থাকবে ডাক্তাররা। হোটেল বন্দী সময়টাতে মিলবে পরামর্শ। জালাল ইউনুস বলেন, ‘আমাদের সাথে ডাক্তাররা আছেন। যারা রুমে থাকবেন তাদের প্রতিনিয়ত খবর নেওয়া হবে, তারা কেমন অনুভব করছেন। আমাদের প্রধান চিকিৎসক (দেবাশিষ চৌধুরী) ছাড়াও ফিজিও আছেন। মূলত খেলোয়াড়দের বুস্টআপ করার জন্যই ডাক্তার দেবাশীষ সঙ্গে থাকবেন। অবশ্যই মানসিক চাপের একটা সিরিজ হবে। আশা করছি অবশ্যই অনুশীলন সেশনে আমরা নামলে এসব দূর হয়ে যাবে। ১৪ দিন পর আপনি মুক্ত, আপনাকে এখানে মাস্ক পরতে হবে না।’
সফরে ওয়ানডে ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২০, ২৩ ও ২৬ মার্চ। তারপর টি-টুয়েন্টি ফরম্যাটের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
Discussion about this post