জয় থেকে মাত্র এক কদম দুরে দাঁড়িয়ে ছিল ভারত। সকালে লাঞ্চ বিরতির আগেই সেই লক্ষ্যটা পূরণ করে নেয় তারা। অজিঙ্কা রাহানে-লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ে একেবারে অনায়াস জয়। ধর্মশালার টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজটাও নিজেদের করে নেয় ভারত। ৪ টেস্টের সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। বোর্ডার-গাভাস্কার ট্রফি এখন বিরাট কোহলিদের।
রাহুল অপরাজিত থেকে যান ৫১ রানে ৩৮ রানে অপরাজিত রাহানে।এবারের মৌসুমে ১৩ টেস্টের ১০টিই জিতেছে ভারত। জিতল চারটি সিরিজে।
এনিয়ে প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সর্বশেষ খেলা সিরিজের জয়ের এক চক্র পূরন করল ভারত। এই টেস্ট ম্যাচটি অবশ্য বিরাট কোহলিকে ছাড়াই খেলেছে স্বাগতিকরা। ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন নিয়মিত অধিনায়ক। তার বদলে রাহানে নেতৃত্ব দিয়েছেন দলকে।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩০০/১০
ভারত ১ম ইনিংস: ৩৩২/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৩৭/১০
ভারত ২য় ইনিংস: ২৩.৫ ওভারে ১০৬/২ (লক্ষ্য ১০৬, আগের দিন ১৯/০) (রাহুল ৫২*, বিজয় ৮, পুজারা ০, রাহানে ৩৮*; কামিন্স ১/৪২, হেইজেলউড ০/১৪, ও’কিফ ০/২৩, লায়ন ০/১৯)।
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
সিরিজ: চার ম্যাচের সিরিজ ভারত ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: রবীন্দ্র জাদেজা
সিরিজসেরা: রবীন্দ্র জাদেজা
Discussion about this post