ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজ হারিয়েছিল আগের ম্যাচেই। বুধবার ছিল হোয়াইটওয়াশ থেকে বাঁচার লড়াই। শেষটা অন্তত জয়ে রঙীন করে ফিরতে চেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু হলো না। বরং আরো বড় ব্যবধানেই হেরে গেল তামিম ইকবালের দল। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষটাতেও বাংলাদেশকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা। ৩-০ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।
হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিয়েই বৃহস্পতিবার দেশ ফিরবে টাইগাররা। সঙ্গে থাকবে সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে হার, দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে আর শেষে ১২২ রানে হারের দুঃস্বপ্ন!
ইতিহাস জানাচ্ছে সেই-২০১৫ সালের পর ফের ৩-০ ব্যবধানে জয়ের দেখা পেল শ্রীলঙ্কা।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস ভাগ্যটা সঙ্গে ছিল তামিমের। কিন্তু টস হেরে ব্যাটিংয়ে নেমেও শ্রীলঙ্কা তুলে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান। জবাব দিতে নে ৩৬ ওভারে ১৭২ রানে অলআউট বাংলাদেশ। এবার নিয়ে শ্রীলঙ্কার কাছে পাঁচবার হোয়াইটওয়াশড হল টাইগাররা।
ম্যাচে একটুর জন্য সেঞ্চুরি পাননি অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাকে ৮৭ রানেই ফেরান সৌম্য সরকার। শেষ অব্দি ৯০ বলে সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থেকে ফেরেন তিনি।
এর আগে দিমুখ করুনারত্নে ও কুসল পেরেরা পথ দেখান দলকে। তারপর দাপট দেখালেন ম্যাথুজ ও কুসল মেন্ডিস। সব মিলিয়ে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জেই ফলল সফরকারীরা। জবাবে নেমে ফের ব্যর্থ তামিম ইকবাল। কাসুন রাজিথার বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। বলের লাইনে না গিয়েই শরীর থেকে দূরে ব্যাট চালাতে গিয়ে ভুল করেন তামিম। ব্যাটের কানায় লেগে বল গেল কিপারের গ্লাভসে।
টানা ৬ ম্যাচে বোল্ড হয়ে এবার ভিন্ন আউট। তবে ব্যর্থ আগের মতোই। ৬ বলে ২ রান করেন। তারপর যা একটু লড়লেন সৌম্য সরকার। তিনি করেন ৬৯ রান। অন্যরা হতাশায় ডুবিয়েছেন দলকে। শেষ দিকে তাইজুল ইসলাম ২৮ বলে ৩৯ রান তুলে শুধু ব্যবধানটাই কমালেন।
হতাশাজনক ব্যাটিং দেখাল বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব আল হাসান, লিটন দাস, মাশরাফি বিন মর্তুজাদের ছাড়া খেলতে গিয়ে ব্যর্থ দল। ২৭ রানে ৩ উইকেট নেন অলরাউন্ডার শানাকা। দুটি করে উইকেট নেন পেসার কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
ম্যাচসেরা ম্যাথুজ। আগের দুই ম্যাচে ৪৮ ও অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে সিরিজসেরাও তিনিই।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৪/৮ (ফার্নান্দো ৬, করুনারত্নে ৪৬, কুসল পেরেরা ৪২, মেন্ডিস ৫৪, ম্যাথুজ ৮৭, শানাকা ৩০, জয়াসুরিয়া ১৩, হাসারাঙ্গা ১২*, দনাঞ্জয়া ০, রাজিথা ০*; শফিউল ১০-২-৬৮-৩, রুবেল ৯-১-৫৫-১, তাইজুল ১০-১-৩৪-১, মিরাজ ৯-০-৫৯-০, সৌম্য ৯-০-৫৬-৩, মাহমুদউল্লাহ ৩-০-২২-০)
বাংলাদেশ: ৩৬ ওভারে ১৭২/১০ (এনামুল ১৪, তামিম ২, সৌম্য ৬৯, মুশফিক ১০, মিঠুন ৪, মাহমুদউল্লাহ ৯, সাব্বির ৭, মিরাজ ৮, তাইজুল ৩৯*, শফিউল ১, রুবেল ২; জয়াসুরিয়া ৬-০-৪০-০, রাজিথা ৫-০-১৭-২, দনাঞ্জয়া ১০-০-৪৪-১, শানাকা ৬-০-২৭-৩, হাসারাঙ্গা ৪-১-১৬-১, কুমারা ৫-০-২৬-২)
ফল: শ্রীলঙ্কা ১২২ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: অ্যাঞ্জেলো ম্যাথুজ
সিরিজসেরা: অ্যাঞ্জেলো ম্যাথুজ
Discussion about this post