ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হারতেই যেন বঙ্গবন্ধু বিপিএলে নাম লিখিয়েছে সিলেট থান্ডার। এমন কী নিজেদের মাঠে চেনা দর্শকের উৎসাহ নিয়ে খেলেও জয়ের দেখা মিলছে না। শনিবার তাদের হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলেছে রাজশাহী রয়্যালস।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৬ উইকেটে জিতেছে রাজশাহী। ২৯ বল হাতে রেখেই দল পৌঁছৈ যায় লক্ষ্যে।
এই সাফল্যে বঙ্গবন্ধু বিপিএলে শেষ চারে খেলা নিশ্চিত হয়েছে শোয়েব মালিকের দলের। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে একই দিন পরের রাউন্ড নিশ্চিত করে চট্টগ্রাম। আর ১০ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে সিলেট থান্ডার।
শনিবার নিজেদের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে সিলেট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে হারিয়ে করে ১৪৩ রান। জবাব দিতে নেমে ১৫.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রাজশাহী।
সিলেটের দেওয়া সহজ টার্গেটে নেমে লিটন দাস ও আফিফ হোসেন ৫.৪ ওভারে করেন ৫৯ রান। ২০ বলে ৩৬ রান তুলে আউট লিটন। শোয়েব মালিক ও আফিফ খেলতে থাকেন দাপটে। আফিফ ৩০ বলে ৪৬ করে রানআউট। শোয়েব ২২ বলে ২৭ রান তুলে আউট। মোহাম্মদ নওয়াজ ৭ বলে ১৭ রানের অপরাজিত ইনিংসে দলকে জয় এনে দেন।
এর আগে ব্যাট করতে নেমে স্বাগতিক দর্শকদের হতাশ করে সিলেট। ওপেনার আব্দুল মজিদ ১১ বলে ১৬ রান করেন। জোনাথন চার্লস ৮। অধিনায়ক আন্দ্রে ফ্লেচার ৩৩ বলে ২৫। মোহাম্মদ মিথুন একাই লড়ে গেলেন। ৩৮ বলে ৪৭ তুলে রানআউট তিনি। স্রেফান রাদাফোর্ড ১১ বলে ২৫। রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন অলক কাপালি।
সব মিলিয়ে বঙ্গবন্ধু বিপিএলের সুপার ফোরের দুটি দল নিশ্চিত হয়ে গেল। এখন লড়াই জমবে ঢাকা, খুলনা ও কুমিল্লার মধ্যে!
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট থান্ডার: ২০ ওভারে ১৪৩/ ( ফ্লেচার ২৫, মজিদ ১৬, চার্লস ৮, মিঠুন ৪৭, রাদারফোর্ড ২৫, সোহাগ ০, মিলন ১৩*, দেলোয়ার ২*; নওয়াজ ৪-০-১৫-০, আবু জায়েদ ৪-০-২৯-১, ইরফান ৪-০-১৮-১, কামরুল রাব্বি ৪-০-২৮-০, ফরহাদ ১-০-১১-০, মালিক ১-০-১৯-০, অলক ১-০-১৪-২, বোপারা ১-০-৩-০)।
রাজশাহী রয়্যালস: ১৫.১ ওভারে ১৪৫/৪ (লিটন ৩৬, আফিফ ৪৬, মালিক ২৭, শুক্কুর ১০, বোপারা ১*, নওয়াজ ১৭*; ইবাদত ৩-০-৩২-০, নাভিন ৩-০-৩৪-০, রাদারফোর্ড ৪-০-৩১-১, নাজমুল অপু ৩-০-৩৬-০, দেলোয়ার ২.১-০-১১-২)।
ফল: রাজশাহী রয়্যালস ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আফিফ হোসেন
Discussion about this post