বেচারা মোহাম্মদ সাইফউদ্দিন। বারবারই ইনজুরি শত্রু হয়ে দাঁড়ায় তার সামনে। মঙ্গলবার অবশ্য আরও খারাপ কিছুও হতে পারতো।
ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লাগার পর বেশ কাবু হয়ে পড়েন বাংলাদেশের এই ক্রিকেটার। তার পথ ধরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন তিনি। তার কনকাশন বদলি হিসেবে সুযোগ পেলেন আরেক পেসার তাসকিন আহমেদ। ওয়ানডেতে তাসকিনই হলেন বাংলাদেশের প্রথম কনকাশন বদলি।
ওয়ানডেতে বাংলাদেশের প্রথম কনকাশন বদলি হলেন তাসকিন। বাংলাদেশ ইনিংসের ৪৭তম ওভারে চোট পান সাইফ। দুশমন্থ চামিরার শর্ট ডেলিভারিতে বল হেলমেটে লাগে তার। সেই বলেই রান নেওয়ার চেষ্টায় সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান সাইফ।
এরপরই হাঁটু গেড়ে উইকেটে বেশ কিছুক্ষণ বসে ছিলেন সাইফ। শরীরী ভাষায় ছিল খুবই অস্বস্তি। দ্রুত মিরুপরের মাঠে ছুটে যান বাংলাদেশ দলের ফিজিও। পরীক্ষা করেন তার অবস্থা। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। ভালোভাবে পর্যবেক্ষণের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে সাইফকে।
মাথায় লাগায় কোন ঝুঁকি নেয়নি চিকিৎসকরা। স্ক্যানের রিপোর্ট পেলেই জানা যাবে কেমন আছেন সাইফউদ্দিন। সন্ধ্যা ছয়টায় বিসিবি কার্যালয়ের সামনে দাঁড়ায় অ্যাম্বুলেন্স দাঁড়ায়। এর ১০ মিনিট পরই সাইফউদ্দিনকে নিয়ে বের হয়ে যায় সেই অ্যাম্বুলেন্স।
Discussion about this post