জিতেই সেমিফাইনালের টিকিট পেতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু একটা লক্ষ্য পূরণ হয়েছে। ম্যাচটা জেতা হয়নি জুনিয়র টাইগারদের। কিন্তু ঠিকই শেষ চারের টিকিট পেয়ে গেছে দল। শ্রীলঙ্কার গলে দারুণ নাটকীয়তার ম্যাচে পাকিস্তানের কাছে রোববার মাত্র ১ উইকেটে হারে বাংলাদেশ। আর তাতেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট পেয়ে যায় সাইফ হাসানের দল।
মহা গুরুত্বপূর্ন এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশের যুবারা। সাইফ করেন ৩১ রান। পরে আফিফ হোসেনের ব্যাটে ৮০ রান। আর তাতেই ২৩০ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
বি গ্রুপের আরেক ম্যাচে সিঙ্গাপুরকে ৯ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ‘এ’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে শীর্ষে থেকে শেষ করল ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.৫ ওভারে ২৩০/১০ (সাইফ ৩২, অঙ্কন ৫, আফিফ ৮০, হাবিবুর ৮, রাফসান ৪, রকিব ৪২, অনিক ১০, আমিুল ১৪, শওকত ৩, নাঈম ০*, মুকিদুল ২; আফ্রিদি ২/৫০, হাসনাইন ২/৫২, উমর ২/৩২, সাদ ১/১৯, নাসির ২/১১)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.১ ওভারে ২৩৩/৯ (জাহিদ ৫০, মহসিন ২৯, শফিক ৩০, নাসির ৪৫, আসিফ ৩৩, সাদ ১৮*; অনিক ০/২২, মুকিদুল ০/৪১, শওকত ২/৪৩, নাঈম ০/৪১, আফিফ ২/৩৭, সাইফ ১/৪৬)
ফল: পাকিস্তান ১ উইকেটে জয়ী।
Discussion about this post