সত্যিই বিস্ময়কর! গল টেস্টের প্রথম দু’দিন সব মিলিয়ে সাত সেশন রাজত্ব করল ভারত। অথচ সেই তারাই কীনা গল টেস্টে হেরে গেল! ১ উইকেট হারিয়ে ২৩ রান নিয়ে শনিবার দিনের খেলা শুরু করেছিল সফরকারীরা। জয়ের জন্য লক্ষ্যটাও ছিল মাত্র ১৭৬। মনে হচ্ছিল অনায়াসে জিতবে ভারত। কিন্তু কীসের কী! শ্রীলঙ্কার বোলিং তোপে ১১২ রানে অলআউট ভারত। তাসের ঘরের মতো ভেঙ্গে গেল সব! ৬৩ রানে জিতল শ্রীলঙ্কা। স্বাধীনতা দিবসের দিনে এমন হার ভারতের!
এর আগে দুইশ’র নীচে টার্গেট নিয়ে খেলতে নেমে এক বারই হেরেছিল ভারত। সেই কালো অধ্যায়ে এবার যোগ হল গলের দুঃস্বপ্ন!
ইনিংসে রঙ্গনা হেরাথ নেন ১০০ রানে ৬ উইকেট। তার স্পিন ঘূর্নির পরও ম্যাচ সেরা সেঞ্চুরিয়ান দিনেশ চান্দিমাল। টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১ম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট ১৮৩ রানে। এরপর ভারত শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির সেঞ্চুরিতে তুলে ৩৭৫। চান্দিমালের ১৬২ লড়াইয়ে ফেরায় স্বাগতিকদের। তারা ২য় ইনিংসে করে ৩৬৭ রান।
এদিকে বৃহস্পতিবার কলম্বোয় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এটিই কুমার সাঙ্গাকারার ক্যারিয়ারের শেষ টেস্ট।
শ্রীলঙ্কা: ১৮৩/১০ এবং ৩৬৭/১০
ভারত: ৩৭৫/১০ এবং ১১২/১০
ফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী
Discussion about this post