ক্রিকেটারদের চোট সমস্যা থেকে মুক্তি যেন নেই। পেসাররা তো আছেনই। এবার বাংলাদেশের স্পিনাররাও এই তালিকায়। মেহেদী হাসান মিরাজের ইনজুরিতে নাঈম হাসানও। দুই অফ স্পিনারের চোটে দুশ্চিন্তা বেড়েছে। বাংলাদেশ স্পিনের স্বর্গরাজ্য, তারপরও স্পিনারের অভাব। সাকিব আল হাসান আর তাইজুলের ইসলামের পর ভালো মানে বাঁহাতি স্পিনার যেন নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার খুঁজছে স্পিনার।
সদ্য শেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতেই ভালো মানের স্পিনার খোঁজার লড়াইয়ে নামল বিসিবি। তারই অংশ হিসেবে সম্ভাবনাময় ৩২ জন স্পিনারকে ডেকে পাঠিয়েছে বিসিবি। স্পিনারদের নিয়ে মিরপুরে ৪ দিনের একটি বিশেষ ক্যাম্প করবেন কোচ রঙ্গনা হেরাথ। জাতীয় দলের এই স্পিন বোলিং কোচ মূলত এই ৪ দিন পর্যবেক্ষণ করবেন।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯ মে শুরু হচ্ছে এই ক্লাস। এই ক্যাম্প চলবে আগামী ১ জুন পর্যন্ত। হেরাথের ক্লাসে ডাক ক্রিকেটার যারা হাইপারফরম্যান্স এবং বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে আছেন, তারা সেখান থেকে ছুটি নিয়ে এই ৪ দিনের ক্যাম্পে যোগ দেবেন।
ক্যাম্পের জন্য ডাক পাওয়া ৩২ জন স্পিনার-
রকিবুল হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মেহরাব হোসেন ওহিন, শাদাত হোসেন সবুজ, নাঈম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন, আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাসিম, আরিফুল হোসেন জনি, এসকে অন্তে, রতন, মহিউল ইসলাম পাটোয়ারী, তুষার মিয়া, অনিক, তাজ মোহাম্মদ এহতাসুম মাহমুদ, শাদীন ইসলাম ও রুবেল।
Discussion about this post