ফিলিপ হিউজের করুণ মৃত্যুর ছায়া এখন পুরো ক্রিকেট বিশ্বে। সবকিছু থমকে গেছে।
তাইতো বৃহস্পতিবার পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে শারজা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাতিল করা হয়। অজি ওই ক্রিকেটারের মৃত্যুর খবর শুনে এদিন দু’দলের ক্রিকেটাররা মাঠে নামতে চাননি।
তাইতো বাধ্য হয়ে ম্যাচরেফারি টেস্টে আরো একটা দিন যোগ করেছেন।
একই কারণে কাল বাতিল করা হল অ্যাডিলেডে সফরকারী ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের প্রস্তুতি ম্যাচ।
এইতো গত মঙ্গলবার শেফিল্ড শিল্ডের ম্যাচে পেসার শন অ্যাবটের বাউন্সারের আঘাতে মাঠে লুটিয়ে পড়েন হিউজ। দু’দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন তিনি।
শারজাতে বৃহস্পতিবার খেলা শুরুর দেড় ঘণ্টা আগে অজি ক্রিকেটার হিউজের মৃত্যুর খবর আসে। দু’দলই তখন মাঠে না নামার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন বলছিলেন, ‘আজকের দিনটা ক্রিকেট নিয়ে নয়।’
হিউজের মৃত্যুতে আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট বাতিল হতে পারে।
একইসঙ্গে টুইটার-ফেসবুকে শোক বার্তা দিচ্ছেন ক্রিকেটার এবং ভক্তরা। এমন মৃতু্য মেনে নিতে পারছেন না কেউ। মাত্র ২৫ বছর বয়সেই শেষ এই ক্রিকেটারের অধ্যায়!
Discussion about this post