ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাজধানীর অ্যাপোলো হসপিটালে ভর্তি তিনি। রোববার ডাক্তারের ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
অ্যাপোলোর চিকিৎসক ডঃ এম আলীর তত্ত্বাবধানে সাকিবের অস্ত্রোপচার হয়। তবে আঙ্গুলে দ্বিতীয়দফা অস্ত্রোপচার করতে হবে। তার জন্য তিনসপ্তাহ অপেক্ষায় থাকতে হবে। দ্বিতীয়দফা অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়ায় যেতে পারেন তিনি।
এমনিতে ইনজুরিগ্রস্ত আঙ্গুল নিয়ে ক্রিকেট খেলার কারণে বিপাকে পড়ে যান সাকিব। চোটগ্রস্ত স্থানে মারাত্মক ইনফেকশান হয়ে পড়ে। অবস্থা ভয়াবহতা হলে দ্রুত তার আঙ্গুলে অস্ত্রোপচার করা হয়।
বাসায় এখন সাকিবকে নিয়মিতভাবে অ্যান্টিবায়েটিক ঔষুধ খেতে হবে সাকিবকে। সব মিলিয়ে কম পক্ষে ৩ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই অলরাউন্ডারকে।
এদিকে রোববার অ্যাপোলো হাসপাতালে সাকিবকে দেখতে যান ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও স্পিনার মেহেদি হাসান মিরাজ। যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তারা সবাই সাকিবের ইনজুরির খোঁজখবর নিয়েছেন। ১১টা দিকে হাসপাতালে পৌঁছে প্রায় দুই ঘণ্টা সময় কাটান মাশরাফি।
এর আগে রাজধানীর একটি হাসপাতালের বিছানায় শুয়ে নিজেই এই দুঃসংবাদটা দিয়েছেন সাকিব। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখিন হতে হবে। দেশে আসার পর প্রচন্ড ব্যথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারী করাতে হয়েছে। আঙ্গুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ সে: মি: পুঁজ বের করতে হয়েছে।’
এই শঙ্কা কাটিয়ে এখন সুস্থ হওয়ার পথে সাকিব।
Discussion about this post