টি-টুয়েন্টি ক্রিকেটে ১৭০রান বড় কোন লক্ষ্য নয়। তারওপর উইকেটও তেমন বৈরি ছিল না। কিন্তু ব্যাটসম্যানরা যে শুধুই উইকটে আসা আর যাওয়ার দ্বায়িত্ব সারলেন। তাতেই সবশেষ! বাংলাদেশের বিপক্ষে ৩১ রানে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল সফরকারীরা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নামে প্রোটিয়রা। তারা ৪ উইকেট হারিয়ে তুলে ১৬৯ রান। ডি ককের ব্যাট থেকে আসে ৪৪। ভিলিয়ার্স করেন ৪০। জবাব দিতে নেমে ১৯.২ ওভারে ১৩৮ রানে অলআউট বাংলাদেশ। রান পেলেন শুধুই সৌম্য সরকার। করেন ৩৭। অন্যরা সাজঘরে ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠে পড়েন।
ভারতের বিপক্ষে খেলা সেই মেজাজ এখানে দেখা গেল না!
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৪ (ডি কক ৪৪, ডি ভিলিয়ার্স ৪০, ডুমিনি ৬, দু প্লেসি ১৬, মিলার ৩০*, রুশো ১৯*; নাসির ২/২৬, আরাফাত ১/৩১, মুস্তাফিজ ১/৩৪)
বাংলাদেশ: ১৯.২ ওভারে ১৩৮ (তামিম ১৩, সৌম্য ৩৭, সাকিব ৮, মুশফিক ১৯, সাব্বির ১, নাসির ০, রনি ২১, লিটন ১০, মাশরাফি ১৭, আরাফাত ৫*, মুস্তাফিজ ০; লি ৩/১৬, অ্যাবট ৩/২০, ফাঙ্গিসো ৩/৩০, পার্নেল ১/২৯)
ফল: ৩১ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা
Discussion about this post