বিশ্বকাপ মিশন শুরুর আগেই হোচট খেল বাংলাদেশ ক্রিকেট দল। আগে ভাগেই জাতীয় দলের ক্রিকেটাররা বুঝে গেলেন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মেলবোর্নে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল।
মঙ্গলবার অ্যালান বোর্ডার মাঠে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ৪৫.৪ ওভারে ২৩১ রানে অলআউট হয়ে যায়।
৬৫ বলে খেলা ৫২ রান করে স্বেচ্ছায় অবসর নেন মমিনুল।
ফিটনেস ফিরে না পাওয়ায় এ ম্যাচে খেলেন নি তামিম ইকবাল।
জবাব দিতে নেমে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৪৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের রান টপকে যায়।
৩২ রানে ২ উইকেট নেন পেসার রুবেল হোসেন।
৯ ফেব্রুয়ারির পাকিস্তান ও এবং ১২ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি। ক্যানবেরায় প্রতিপক্ষ আফগানিস্তান।
‘এ’ গ্রুপে বাংলাদেশের এছাড়া লড়বে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে। লড়াইটা বেশ কঠিন হবে তা আগেই বলে দেয়া যায়।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৫.৪ ওভারে ২৩১/১০ (সৌম্য ৩৩, এনামুল ১১, মুমিনুল ৫২, মাহমুদুল্লাহ ৪২, সাকিব ১৪, মুশফিক ১৯, সাব্বির ৩১, নাসির ৩, মাশরাফি ২, আরাফাত ১, রুবেল ০*; মুডি ৩/৩৫, কনওয়ে ২/৩৫)
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: ৪৩.২ ওভারে ২৩২/৫ (পিয়েরসন ৭৮, টার্নার ৭৮, বসিসটো ৩১*, ম্যাকডারমট ২৫*; রুবেল ২/৩২, সাকিব ১/২৭, মাশরাফি ১/৩২, তাসকিন ১/৩৪)
ফল: ক্রিকেট অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী
Discussion about this post