ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লাগাম-ছাড়া কথা বলার মাশুল ভাল করেই গুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে। করন জোহরের টিভি শোতে অতিথি হয়ে নিজেদের সংযত রাখতে পারেন নি এই দুই ক্রিকেটার। বিশেষ করে নারীদের কটাক্ষ করে অনেক কথাই বলে ফেলেন। তারপরই তোপের মুখে আছেন দু’জন। অনির্দিষ্টকালের জন্য ভারতের জাতীয় দলে নিষিদ্ধ এই দুই ক্রিকেটার।
তাদের বিকল্প খুঁজে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে যাক পেলেন শুভমন গিল ও বিজয় শঙ্কর। ‘কফি উইথ করন’ -এর এক পর্বে নারীদের নিয়ে আপত্তিকর কিছু কথা বলেন হার্দিক ও রাহুল। এখন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধের সঙ্গে স্পন্সরও হারাতে শুরু করেছেন তারা।
মঙ্গলবার অ্যাডিলেডে অজিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন অলরাউন্ডার বিজয়। গত নভেম্বরে ভারতীয় ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে পেয়েছেন সাফল্য। তিন ম্যাচে করেন ১৮৮ রান বিজয়। হার্দিকের জায়গায় দলে ঢুকলেন তিনি
অজিদের সঙ্গে লড়াই শেষে বিরাট কোহলির দল যাবে নিউজিল্যান্ডে। ৫টি ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি ম্যাচের সিরিজে ভারতীয় দলে থাকবেন শুভমন।
Discussion about this post