ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পারলেন না বোলাররা। যে উইকেটে প্রতিপক্ষ দাপট দেখিয়েছে, সেখানেই কীনা হতাশ হয়েছে টাইগাররা। শঙ্কা জেগেছে-তিন দিনেই কি ওয়েলিংটন টেস্ট হেরে যাবে বাংলাদেশ?
অবশ্য বোলারদের আলাদা করে দোষ দিয়ে লাভ নেই। কারণ ফিল্ডাররা যেন হাতে মাখন মেখে নেমেছিলেন। একের পর এক ক্রাচ ড্রপেই এই সর্বনাশ। রস টেলর সোমবার শুরুতেই আবু জায়েদের তিন বলের মধ্যে ক্যাচ দিয়েছেন দুবার। কিন্তু ব্যর্থ ফিল্ডাররা। এরপর সেই টেলরের ব্যাটে ডাবল সেঞ্চুরি। হেনরি নিকোলসও পেয়েছেন তিন অঙ্কের দেখা।
সবমিলিয়ে ওয়েলিংটন টেস্টে চতুর্থ দিনের খেলা শেষে ৬ উইকেটে ৪৩২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এর আগে বাংলাদেশ ১ম ইনিংসে অলআউট হয় ২১১ রানে।
২২১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের শুরু করতে নেমেই চাপে পড়েছে সফরকারীরা। সোমবার চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৮০ রান তাদের। ইনিংস হার বাঁচাতে এখনো বাংলাদেশের চাই ১৪১ রান। মোহাম্মদ মিঠুন ২৫ ও সৌম্য সরকার খেলছেন ১২ রান নিয়ে। হ্যামিল্টনের পর এই টেস্টেও হারের মুখে এখন বাংলাদেশ। এই অবস্থায় ম্যাচ সামাল দেওয়া সহজ নয়।
বৃষ্টিতে প্রথম দুই দিন ভেসে গেলেও এখন হারের শঙ্কায় বাংলাদেশ। সোমবার ১৮তম টেস্ট সেঞ্চুরিকে তৃতীয় ডাবল সেঞ্চুরিতে বানিয়ে ফেলেন টেলর। নিকোলস তুলেন ২৫ টেস্টে পঞ্চম সেঞ্চুরি। তাদের দাপটেই এখন চাপে টাইগাররা।
২১২ বলে ২০০ করেন টেলর, ১২৯ বলে ১০৭ নিকোলস। চতুর্থ উইকেটে দুজন তুলেন ২১৬ রান হয়েছে ২৪২ বলে। এর আগে কেন উইলিয়ামস করেন ৭৪ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২১১/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৮৪.৫ ওভারে ৪৩২/৬ (ইনিংস ঘোষণা) (আগের দিন ৩৮/২) (উইলিয়ামসন ৭৪, টেলর ২০০, নিকোলস ১০৭, ডি গ্র্যান্ডহোম ২৩*, ওয়াটলিং ৮; আবু জায়েদ ১৮.৫-২-৯৪-৩, ইবাদত ১৬-২-৮৪-০, মুস্তাফিজ ১৪-২-৭৪-১, সৌম্য ৬-০-৩৫-০, তাইজুল ২১-০-৯৯-২, মুমিনুল ৯-০-৪১-০)।
বাংলাদেশ ২য় ইনিংস: ২৩ ওভারে ৮০/৩ (তামিম ৪, সাদমান ২৯, মুমিনুল ১০, মিঠুন ২৫*, সৌম্য ১২*; বোল্ট ৮-১-৩৪-২, সাউদি ৫-১-১৮-০, হেনরি ৪-২-১৭-১, ডি গ্র্যান্ডহোম ২-০-৩-০, ওয়েগনার ৪-২-৮-০)
Discussion about this post