টেস্ট ও ওয়ানডের মতো সফরের প্রথম টি-টুয়েন্টিতেও হার এড়াতে পারেনি সফরকারীরা। নেলসনে শুক্রবার টস হেরে কলিন মুনরো (৩৭ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৩ রান) ও ফিলিপসের (৪০ বলে ৪ চার ও ২ ছয়ে ৫৫ রান) ব্যাটে ভর করে ১৮৭ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে ১৯ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৭ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
রান তাড়ায় কখনো নিজেদের মেলে ধরতে পারেননি ক্রিস গেইল-কার্লোস ব্রাথওয়েটরা। বরং শুরু থেকেই টিম সাউদি, ব্রেসওয়েল ও র্যান্সদের পেসে চোখে সরষের ফুল দেখতে হয়েছে তাদের। মাঝে সফরকারীদের পরীক্ষা নেন কিউই দুই স্পিনার স্ন্যাটনার ও ইশ শোধি। একমাত্র আন্দে ফ্লেচারের ২৭ রান ছাড়া আর কোনো সফরকারী ব্যাটসম্যান বলার মতো কিছু করতে পারেনি। ৩০ রানে ৩ উইকেট নেন র্যান্স। সাউদি ৩ উইকেট নেন ৩৬ রানে।
এরআগে মুনরোর সঙ্গে ৮৬ রানের জুটিতে দলকে এগিয়ে নেন তরুণ ফিলিপস। শেষের দিকে রস টেইলর, মিচেল স্যান্টনারের ছোট ছোট অবদানে দুইশ রানের কাছাকাছি যায় নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৮৭/৭ (গাপটিল ৫, মানরো ৫৩, ফিলিপস ৫৫, ব্রুস ২, টেইলর ২০, কিচেন ১২, স্যান্টনার ২৩*, ব্রেসওয়েল ০, সাউদি ১০*; বদ্রি ১/২২, টেইলর ২/৪১, উইলিয়ামস ১/৫২, ব্র্যাথওয়েট ২/৩৮, নার্স ১/৩১)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯ ওভারে ১৪০ (ওয়ালটন ৭, গেইল ১২, ফ্লেচার ২৭, হোপ ১৫, মোহাম্মদ ৩, পাওয়েল ৬, ব্র্যাথওয়েট ২১, নার্স ২০*, উইলিয়ামস ৩, টেইলর ২০, বদ্রি ২; র্যান্স ৩/৩০, সাউদি ৩/৩৬, ব্রেসওয়েল ২/১০, কিচেন ০/১০, স্যান্টনার ১/২১, সোধি ১/৩০)
ফল: নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী
ম্যাচসেরা: গ্লেন ফিলিপস
Discussion about this post