পুরো খবরটা এখনো রহস্যের চাদরেই ঢাকা। যাকে নিয়ে এতো আলোচনা সেই চন্ডিকা হাথুরুসিংহে আগের মতোই চুপ। এখনো মিডিয়াতে কিছুই বলেন নি তিনি। তবে জানা গেছে দু’দিনের মধ্যেই
ঢাকায় আসবেন তিনি। এরপরই পদত্যাগী এ কোচকে অন্তত আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ পর্যন্ত থাকার অনুরোধ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও সেটা হবে বলে মনে হচ্ছে না। এরইমধ্যে নাকি হাথুরুর সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ডের চুক্তি এগিয়েছে। মজার ব্যাপার হল শ্রীলঙ্কান কোচ হিসেবে হাথুরুর প্রথম প্রতিপক্ষ হবে বাংলাদেশই!
এখন ভারত সফরে আছে শ্রীলঙ্কা। তারপরই হয়তো দলটির দায়িত্ব নেবেন হাথুরুসিংহে। এজন্য আগামী সপ্তাহে কলম্বোয় যাওয়ার কথা তার। সেখানেই হতে পারে লঙ্কান বোর্ডের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা। একটি ওয়েবসাইটে লঙ্কান এক ক্রিকেট কর্তা জানান, ‘আমরা খুশি যে সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। আগামী সপ্তাহে সে কলম্বোয় আসছে। আসার পর বাকিটা এগিয়ে নেব। নির্বাহী কমিটি অনুমোদনও দিয়েছে। এখন তার আইনজীবীর কাছে আমরা চুক্তির খসড়া পাঠিয়ে দেব। চুক্তির প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা অনেক খুশি।’
গত জুনে বিদায় নেন শ্রীলঙ্কার প্রধান কোচ গ্রাহাম ফোর্ড। এরপর থেকেই নতুন কোচের হিসেবে হাথুরুকে পেতে প্রস্তাবও দেয় দেশটির ক্রিকেট বোর্ড। তাতে রাজী সাবেক এ লঙ্কান টেস্ট ক্রিকেটার। এরপরই দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে বিসিবি’র কাছে পদত্যাগপত্র পাঠান হাথুরু।
Discussion about this post