সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে জয়টা প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল বাংলাদেশের। লক্ষ্য ছিল ২৪৬ রান-টেস্ট ফরম্যাটে কঠিন কোনো স্কোর নয়। কিন্তু ব্যাটারদের রক্ষণাত্মক মানসিকতা, ম্যাচ ড্র করার ব্যর্থ প্রচেষ্টা এবং শেষ দিকে আদিত্য অশোকের এক ওভারের স্পিন ঝড়ে সব সম্ভাবনা ভেস্তে গেল। এক সময়ের জয়ের সম্ভাবনাময় ম্যাচটি শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল হেরে গেল ৭০ রানে।
চতুর্থ দিনের শুরুতে ৫ উইকেটে ২১৬ রান নিয়ে ব্যাটিং করছিল নিউজিল্যান্ড ‘এ’। কিন্তু টাইগার বোলারদের নিয়ন্ত্রিত ও ধৈর্যশীল বোলিংয়ে ৪১ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারায় সফরকারীরা। ইনিংস থামে ২৫৭ রানে।
বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন হাসান মুরাদ-নেন ৫ উইকেট। নাঈম হাসান ৪টি এবং খালেদ আহমেদ ১টি উইকেট শিকার করেন।
বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস শুরুতেই ধাক্কা খায়। এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয় এবং অমিত হাসান-তিনজনই ব্যর্থ। এরপর জাকির হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কনের ফিফটি জুটিতে কিছুটা স্থিতি আসে। জাকির করেন ৫০ রান (৮৯ বলে), কিন্তু দলের স্কোর যখন মাত্র ৯৪ তখনই তিনিও ফিরেন।
চা বিরতির আগে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন অঙ্কন ও নুরুল হাসান সোহান। কিন্তু বিরতির পর আবারও ব্যাটিং বিপর্যয়।শেষ দিকে মাহিদুল অঙ্কন একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেলেও তার ইনিংসে ছিল না জয়ের তাড়না। বরং মনে হচ্ছিল ড্র-ই যেন একমাত্র লক্ষ্য। কিন্তু সেই ড্র-ও হলো না।
শেষ সেশনে স্পিনার আদিত্য অশোকের এক ওভারে তিন উইকেট হারিয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। ৫ উইকেট নিয়ে তিনিই ছিলেন কিউইদের জয়ের নায়ক। শেষ পর্যন্ত ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’। অপরাজিত ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন, ১৬৭ বলে ৫৭ রানে।
Discussion about this post