ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আবারো হোঁচট খেলেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে ফেরার মিশনে বেশ পিছিয়ে পড়লেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে রান পাননি। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যাটে ঝড় তুলতে চেয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য দল পেলেন না তিনি। জাতীয় দলের সাবেক অধিনায়ককে কোন দলই কিনেনি।
২১ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিসিএলের এবারের আসর। এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্বিসিএলের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগের সেরা পারফর্মারদের মধ্যে ৮০ জনকে নিয়ে গড়া হয় ৪ দল।
২০১৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল)ম্যাচফিক্সিংয়ে জড়িয়ে ৮ বছর নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। এরপর আপিলে নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে পাঁচ বছর করা হয়। গত দুই বছর ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয়া হয় তাকে। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে জাতীয় দলে ফিরতে চইছেন তিনি।
এরমধ্যে বিসিএলে দল পেলেন না আশরাফুল। এনিয়ে হতাশ তিনি গণমাধ্যমে বলছিলেন, ‘বিসিএল মিস করাটা সত্যি আমার জন্য হতাশার। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে আমি ভালো করতে পারিনি। মনে হয় এ কারণেই বিসিএল এ কেউ নেয়নি আমাকে। ২০ জনের স্কোয়াডে আমি দল থাকব না, তা ভাবতে কস্ট লাগছে।’ তবে হাল ছাড়তে নারাজ এই ক্রিকেটার। সামনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যেখানে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে আশরাফুল। ওই টুর্নামেন্টে ভাল খেলে ফিরতে চাইছেন জাতীয় দলে।
গত মৌসুমে ইসলামী ব্যাংক ইষ্ট জোনে খেললেও এ মৌসুমে আশরাফুলকে দলে নেয়নি তারা। সদ্য শেষ জাতীয় ক্রিকে লিগে ঢাকা মেট্রোর হয়ে মোট ৬ ম্যাচের ৯ ইনিংসে করেন ২৫৩ রান। এ কারণেই পিছিয়ে পড়েছেন টেস্টের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান।
Discussion about this post