ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারানো সহজ নয়! কারণ তারাই যে টি-টুয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ দল। সেই দলটির সঙ্গে খেলতে গিয়ে মাথা নীচু করেই ফিরতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। ২-০ ব্যবধানে হার। শেষ ম্যাচটি বৃষ্টিতে না ভাসলে আরও বড় লজ্জায় পড়তে পারতো দল।
এ অবস্থায় হতাশা নিয়ে সোমবার গভীর রাতে রাজধানীতে ফিরেছেন ক্রিকেটাররা। অন্যদিকে সাফল্যে উড়ছে পাকিস্তান। স্বস্তি তাইতো প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হকের গলায়।
মিসবাহ জানাচ্ছিলেন, ‘দেখুন, সবাই জয়ের জন্য খেলে। আর এজন্য সবসময় চেষ্টা চলতেই থাকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে জয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ এতে আমরা এখন নিঃশ্বাস নিতে পারছি। জয়ের ধারায় ফিরেছে দল। এখন আমরা আমাদের ঘাটতি রয়েছে সেটা বুঝতে পারবো। সব শুধরে নিজেদের আরও শক্তিশালী করতে পারবো আমরা।’
মিসবাহ এখানেই থামেন নি। আরও বলেন, ‘সত্যি বলতে কী সবকিছু একভাবে সামাল দেয়া সম্ভব হয় না। তাই এটা আমার জন্য, দলের জন্য এবং তরুণ খেলোয়াড়দের জন্য এই ফল ও সিরিজের বিরতি ভাল হল। এবার আমরা সামনের চ্যালেঞ্জের দিকে আরও মনোযোগ দিতে পারবো আশা করছি।’
বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে বোলারদের হাত ধরেই এসেছে সাফল্য। কোচ মিসবাহ জানালেন, ‘দলের প্রতিটি সদস্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জয়। টানা কিছু ম্যাচ হারার কারণে আত্মবিশ্বাস তলানিতেই ছিল। এই ধাক্কা সামলে উঠার মূল কৃতিত্ব অবশ্যই আমাদের বোলারদের। আমাদের তরুণ পেসাররা যেভাবে বোলিং করেছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করার কোনো সুযোগই পায়নি।’
Discussion about this post