একটা ম্যাচ জিততে হলে যা চাই ঠিক তা যেন হচ্ছে নাই। বোলাররা দারুণ খেললেও লড়তে পারছেন না ব্যাটাররা। ব্যস, জয়ও সোনার হরিণ। নারীদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম মিশন মেষ হয়েছে হার দিয়ে। বাংলাদেশের বিপক্ষে রোববার ১০০ রানের জয়ে ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে।
ওয়েলিংটনে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলাররা বেশ ভালই করেছিল। ২৩৪ রানে শক্তিশালী প্রতিপক্ষকে আটকে রাখে তারা। কিন্তু এরপর জবাব দিতে নেমে নিগার সুলতানা জোতির দল তুলে ১৩৪ রান।
প্রথমবারের বিশ্বকাপ অভিযানে একেবারে খালি হাতে অবশ্য ফিরছে না বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে একটি জয় নিয়ে আসছে তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বেশ লড়ছে টাইগ্রেসরা।
এদিকে ১৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া পা রেখেছে সেমিতে। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড এরপরই।
ওয়েস্ট ইন্ডিজ সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে। নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ৩০ মার্চ ওয়েলিংটনে, অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেমিফাইনাল ৩১ মার্চ। ক্রাইস্টচার্চে লড়বে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৩৪/৬ (বিউমন্ট ৩৩, ওয়াট ৬, নাইট ৬, সিভার ৪০, জোন্স ৩১, ডাঙ্কলি ৬৭, ব্রান্ট ২৪*, এক্লেস্টোন ১৭*; জাহানারা ৮-০-৩৯-১, সালমা ১০-০-৪৬-২, নাহিদা ৯-০-৪২-২, রিতু মনি ১০-১-৩৬-১, ফাহিমা ৪-০-২৪-১, রুমানা ৩-০-১৩-০, লতা ৬-০-৩২-১)।
বাংলাদেশ: ৪৮ ওভারে ১৩৪/১০ (শামিমা ২৩, শারমিন ২৩, ফারজানা ১১, নিগার ২২, রুমানা ৬, লতা ৩০, সালমা ২, রিতু ১১, নাহিদা ০, ফাহিমা ০, জাহানারা ৩*; ব্রান্ট ৫-৩-৭-০, সিভার ৪-১-১৩-০, এক্লেস্টোন ১০-৪-১৫-৩, ক্রস ৫-০-১৮-০, ডিন ৯-০-৩১-৩, ডেভিস ১০-০-৩৬-২, নাইট ৫-০-১৪-১)।
ফল: ইংল্যান্ড ১০০ রানে জয়ী।
ম্যাচসেরা: সোফিয়া ডাঙ্কলি।
Discussion about this post