ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাহলে ২০ ওভারের ক্রিকেট খেলে ক্লান্ত হয়ে পড়েছেন সাকিব আল হাসান? আর সেটা না হলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে নিজেকে কেন সরিয়ে নেবেন? বুধবার হঠাৎ করেই জানালেন, এবারের সিপিএলে খেলবেন না তিনি। অথচ এই মৌসুমে বারবাডোজ ট্রাইডেন্টসে খেলার কথা ছিল বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়কের। ১ লাখ ৩০ হাজার ডলারে চুক্তিও হয়েছিল। কিন্তু এই অলরাউন্ডার ”না” বলে দিলেন।
তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বিকল্পও খুঁজে নিয়েছে ট্রাইডেন্টস। তার জায়গায় দেখা যাবে বল টেম্পারিং বিতর্কে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ অজি ক্রিকেটার স্টিভেন স্মিথকে। যিনি কানাডায় ঘরোয়া ক্রিকেট দিয়ে ফিরেছেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটো ফিরতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে।
এ অবস্থায় সাকিবকে না বলে দেওয়ায় হতাশ বারবাডোজের কোচ রবিন সিং। টুইটারে তিনি লিখেছেন, ‘দেখুন, সাকিব অভিজ্ঞ এক ক্রিকেটার। তাকে না পাওয়াটা আমাদের জন্য বড় এক ধাক্কা। তবে স্টিভেন স্মিথকে পেয়ে সত্যিকার অর্থেই বিশ্বমানের একজন বদলি ক্রিকেটার পেয়েছি আমরা।’
সাকিব কেন সিপিএল খেলবেন না এর উত্তর এখনো মিলেনি। তবে বলা হচ্ছে- বিদেশি লিগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেঁধে দেওয়া নিয়মের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিবি এরইমধ্যে জানিয়েছে, বাংলাদেশের কোন ক্রিকেটার দুটির বেশি বিদেশি টি-টুয়েন্টি লিগ খেলতে পারবেন না।
সাকিব না থাকলেও সিপিএলে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৭০ হাজার ডলারে কিনে নিয়েছে তাকে।
সিপিএলের এবারের আসর শুরু হবে ৮ আগস্ট। ৬ দলের এই লিগ পর্যন্ত ১৬ সেপ্টেম্বর চলবে।
Discussion about this post