এ যেন বিনা মেঘে বজ্রপাত! শততম টেস্ট খেলা হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়ে দিলেন সোমবারই শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে আসছেন জাতীয় দলের এ তারকা অলরাউন্ডার। অফ ফর্মের কারণে ছিটকে গেলেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে ইনজুরির কারণে জায়গা হারিয়েছিলেন তিনি।
তবে সোমবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে অনুশীলনে ছিলেন মাহমুদউল্লাহকে। সতীর্থদের সঙ্গে অবশ্য অনুশীলনে নেমে পড়েন নি তিনি। কিছুক্ষণ থেকেই ফিরে যান হোটেলে। এরপরই খালেদ মাহমুদ জানান, ‘জাতীয় দলের একজন সিনিয়র ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় টেস্ট খেলানোর পরিবর্তে তাকে দেশে ফেরত পাঠানোটাই আমরা যৌক্তিক মনে করেছি। ওকে আমরা একটা ব্রেক দিচ্ছি। সবাই মিলে এমন সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাইছি ও আবার নিজেকে ফিরে পাক। আমাদের বিশ্বাস বিশ্রাম শেষে ও নিজেকে ফিরে পাবে।’
অবশ্য বেশ কিছুদিন ধরেই সাফল্য নেই রিয়াদ। ব্যাট হাতে যারপরনাই ব্যর্থ! ২০১০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে মাহমুদউল্লাহ সেঞ্চুরি করেন। শেষ ১০ টেস্টে ১৮ ইনিংসে তার রান ৪৮৯। এ কারণেই তাকে বিশ্রাম দিল টাইগার ম্যানেজম্যান্ট।
বাংলাদেশ এবারের শ্রীলঙ্কা সফরে ৩টি ও ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। এখনো সেই সিরিজের দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে থাকলে আবারো লঙ্কা দ্বীপে যাবেন মাহমুদউল্লাহ!
বুধবার থেকে শুরু হচ্ছে কলম্বো টেস্ট। সেই টেস্টের জন্যই প্রস্তুত হচ্ছে দল। সিরিজের প্রথমটিতে ২৫৯ রানে শ্রীলঙ্কার কাছে হারে মুশফিকরা।
Discussion about this post