গোটা জাতি শ্রদ্ধা ভালবাসায় ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে। ক্রিকেটাররাও এই দিনটি পালন করলেন। এই দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, টি-টুয়েন্টি এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম অার জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
আর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিলন মেলা বসে সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের। ‘স্বাধীনতা দিবস’ ক্রিকেটে মাঠে নামেন তারকা ক্রিকেটাররা।।
প্রীতি ম্যাচে হান্নান সরকারের ঝড়ো ব্যাটিংয়ে সবুজ দলকে ৬ উইকেটে হারায় আকরাম খান-হাবিবুল বাশারদের লাল দল। ২৪ বলে ৬১ রান করেন হান্নান সরকার। টি-টুয়েন্টি ফরম্যাটে তার ব্যাটিংয়ের ওপর ভর করে ১৮.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে লাল দল।
আকরাম খানের দলে খেলেন হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন, তালহা জুবায়ের, মঞ্জুরুল ইসলাম, এনামুল হকরা।
আর অন্যদিকে আতহার আলি খানের দলে ছিলেন মেহরাব হোসেন অপি, হারুনুর রশীদ, ফয়সাল হোসেন ডিকেন্স, রফিকুল ইসলাম, হাসানুজ্জামান ঝড়ু, ফারুক আহমেদরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ তুলে বাংলাদেশ সবুজ দল। ২৬ বলে ৩৪ রান করেন রফিকুল ইসলাম খান। জবাবে ১১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল দল।
Discussion about this post