ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্টে একটুর জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। চমক দেখিয়ে ফাইনালে উঠে এলেও জেতা হয়নি ফেডারেশন কাপের শিরোপা। তবে এবার ঠিকই ট্রফি জিতল বসুন্ধরা কিংস। শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আসরের নবাগত এই দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বুধবার সন্ধ্যায় শেখ রাসেলকে তারা হারিয়েছে ২-১ গোলে বসুন্ধরা কিংস। ফাইনালে ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ছিল। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তারপর পঞ্চম মিনিটে বসুন্ধরা কিংসের পক্ষে জয়সূচক গোল করেন বদলি ফরোয়ার্ড মতিন মিয়া।
হারলেও ম্যাচে দুর্দান্ত খেলেছে শেখ রাসেল। কিন্তু গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি দলটি।এরমধ্যে ১৭তম মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা। গোল করেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভা।প্রথমার্ধের ইনজুরি সময়ে রাফায়েল ওডোইনের গোলে ফিরে সমতায় ফিরে রাসেল।
নির্ধারিত সময় ১-১ সমতার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৫ মিনিটে মতিন মিয়ার সেই গোল। তারই পথ ধরে জয়ে মাঠ ছাড়ে। জিতে স্বাধীনতা কাপ ফুটবলের ট্রফি।
টুর্নামেন্টের সেরা ফুটবলার চ্যাম্পিয়ন দলের গোলকিপার আনিসুর রহমান জিকো। আর ৪ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা আরামবাগ ক্রীড়া সংঘের ক্যামেরুনের রিক্রুট পল এমিল। ফাইনালের সেরা ফুটবলার বসুন্ধরা কিংসের মার্কোস দি সিলভা। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে আবাহনী লিমিটেড।
Discussion about this post