ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এসএ গেমসে এবারই নারী ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। যে টুর্নামেন্টে অংশ নিয়ে শুরুতেই বাজিমাত করেছে বাংলাদেশ। রোববার শ্বাসরুদ্ধশ্বাস ম্যাচে লাল-সবুজ প্রতিনিধিরা শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়েছে জিতে নিয়েছে স্বর্ণ পদক। এ নিয়ে এবারের গেমস থেকে বাংলাদেশ পেয়েছে ১৪টি স্বর্ণ।
নেপালের পোখারায় রোববার ফাইনালে ব্যাটারদের বাজে পারফরম্যান্সে বাংলাদেশ ২০ ওভারে করতে পেরেছিল কেবল ৯১ রান। লঙ্কানরা আটকে যায় ৮৯ রানে।
রোববার শেষ ওভারে শ্রীলঙ্কার জিততে দরকার ছিল ৭ রান। কিন্তু পেসার জাহানারা আলম দারুণ বোলিংয়ে দেন মাত্র চার রান। যে কারণে বাংলাদেশ জিতে যায় ২ রানে। সঙ্গে সঙ্গে লাল-সবুজের মেয়েরা স্বর্ণ জয়ের আনন্দে মাতে।
ব্যাটিংয়ে রোববার বাংলাদেশের শুরুটায় ছিল বেশ। ওপেনার আয়েশা রহমান যদিও ফিরেছিলেন ২ রানে। তবে আরেক ওপেনার মুর্শিদা খাতুন ও তিনে নামা সানজিদা ইসলাম দলকে রেখেছিলেন পথে। ৬ ওভারে রান ছিল ৩৬। এরপরই এক ওভারের ঝড়ে এলোমেলো ইনিংস। উমেশা থিমাশিনির এক ওভারেই বিদায় নেন চার ব্যাটার। ১ উইকেটে ৩৬ থেকে দলের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৬। তবে সপ্তম উইকেটে নিগার সুলতানা ও ফাহিমা খাতুন কিছুটা উদ্ধার করেন দলকে। ১৫ রান করে বিদায় নেন ফাহিমা। নিগার সুলতানার ৩৮ বলে অপরাজিত ২৯ রানে দল শেষ পর্যন্ত করতে পারে ৯১।
লঙ্কানদের সামনে ছোট পুঁজি দিয়ে বল হাতে রোববার শুরু থেকেই দুর্দান্ত ছিল বাংলাদেশ। জাহানারা, সালমারা পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। পরে অবশ্য সেই ধাক্কা সামলে লঙ্কানদের এগিয়ে নিচ্ছিলেন অধিনায়ক মাদাভি। ৩৩ বলে ৩২ রান করা ব্যাটারকে থামান জাহানারা। তারপরও চিন্তিত ছিল টাইগ্রেসরা। শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উদ্ধার করে স্বর্ণ জয়ের আনন্দে মাতেন জাহানারাই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ৯১/৮ (মুর্শিদা ১৪, আয়েশা ২, সানজিদা ১৫, নিগার ২৯*, ফারজানা ০, রিতু ০, সালমা ৩, ফাহিমা ১৫, জাহানারা ২, নাহিদা ০*, সান্দিপানি ৩-০-১৮-১, থারিকা ২-০-২০-১, কাভিশা ৪-১-২০-১, উমেশা ৪-২-৮-৪, মালশা ৪-০-৬-১, শাচিনি ৩-০-১৬-০)।
শ্রীলঙ্কা: ২০ ওভারে ৮৯/৯ (উমেশা ৭, জানাদি ১, হার্শিথা ৩২, সান্দিপানি ০, কাভিশা ৪, লিহিনি ২৫, সান্দামানি ১০, জিমানজালি ১, শাচিনি ১*, মালশা ১; জাহানারা ৪-০-১৭-১, সালমা ৪-০-১২-১, নাহিদা ৪-১-৯-২, খাদিজা ৪-০-২১-১, ফাহিমা ৪-০-২৫-০)।
ফল: বাংলাদেশ ২ রানে জয়ী
ম্যাচসেরা: নাহিদা আক্তার
Discussion about this post