ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা লড়াই আজ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আজ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় শুরু ফাইনালের লড়াই। এশিয়া কাপ ক্রিকেটের ট্রফি সোনার হরিণ হয়ে আছে বাংলাদেশের। দুইবার ফাইনাল খেললেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। শুধু এশিয়া কাপ কেন আরো সাম্প্রতিক সময়ে তিনটি লড়াইয়ের ফাইনাল খেললেও ট্রফি অধরা হয়েই আছে বাংলাদেশের।
অন্যদিকে ভারত এরইমধ্যে পাঁচবার জিতেছে এশিয়া কাপের ট্রফি। ষষ্ঠ শিরোপার জন্য আজ মাঠে নামবে রোহিত শর্মার দল।
এশিয়া কাপে দুই লড়েছে মোট ১১বার। যেখানে ভারত জিতেছে ১০টি ম্যাচে। একটিতে জিতেছে টাইগাররা। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-ভারত মুখোমুখি হয় মোট ৩৩ বার। বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচে। বাকী ২৮টিতে হাসিমুখে মাঠ ছাড়ে ভারত।
এবারো ফেভারিট হয়েই মাঠে নামবে ভারত। কিন্তু মাশরাফি বিন মর্তুজার দলও প্রস্তুতির কমতি রাখেনি। পাকিস্তানের স্বপ্ন ভেঙে দল উঠেছে ফাইনালে। এবার শিরোপা নিয়েই দেশে ফিরতে চায় টাইগাররা। ম্যাচটি খেলার আগে আত্মবিশ্বাসের কমতি নেই টাইগারদের। কারণ আগের ম্যাচে পািস্তানের বিপক্ষে দলের অন্যতম দুই সেরা তারকা তামিম ইকবাল আর সাকিব আল হাসানকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। আজও তাদের ছাড়াই লড়বে টাইগাররা। তবে মাশরাফির নেতৃত্ব গুণ সব সমস্যা নিমিষেই উড়িয়ে দিচ্ছে।
এশিয়া কাপের ফাইনাল দেখা যাবে একাধিক চ্যানেলে। চলুন দেখে নেই কারা দেখাচ্ছে এই লড়াই
ফাইনাল
বাংলাদেশ বনাম ভারত
সরাসরি, বিকেল ৫-৩০ মিনিট,
(বিটিভি, গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান)
Discussion about this post