ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্পিন বিষেই ওয়েস্ট ইন্ডিজকে শেষ করে দিতে চেয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত তাই হয়েছে ক্যারিবীয়দের চেনা অস্ত্র উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। একেবারে অনায়াসে চট্টগ্রাম টেস্ট জিতেছে সাকিব আল হাসানের দল। শনিবার ৬৪ রানে জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।
টেস্টের তৃতীয় দিন চা বিরতির আগেই ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৩৯ রানে। তারি্ পথ ধরে হেসে খেলে জয়। ইতিহাস জানাচ্ছে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় আর সব মিলিয়ে দ্বাদশ জয়।
তবে দেশে মাঠে এটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। সব মিলিয়ে তৃতীয় জয়। ২০০৯ সালের পর আবারো ক্যারিবীয়দের বিপক্ষে ধরা দিল স্বপ্নের জয়।
দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের স্পিনে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৩৩ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। তবে সিরিজ সেরা ১ম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক।
এর আগে শনিবার সকালে এর আগে ১২৫ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ১ম ইনিংসে ৭৮ রানের বড় লিড পেয়েছিল দল। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ২০৪ রানের চ্যালেঞ্জ দেয় টাইগাররা। ৫৫ রানে ৫ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করলেও বেশি দুর যেতে পারে নি স্বাগতিকরা। কিন্তু চট্টগ্রামের উইকেটে এটাই ছিল বড় পুঁজি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৩০ নভেম্বর, মিরপুরের শেরেবাংলায়।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪/১০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৬/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ১২৫/১০
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ২০৪) ৩৫.২ ওভারে ১৩৯ (ব্র্যাথওয়েট ৮, পাওয়েল ০, হোপ ৩, আমব্রিস ৪৩, হেটমায়ার ২৭, ডাওরিচ ৫, বিশু ২, রোচ ১, ওয়ারিক্যান ৪১, গ্যাব্রিয়েল ০*; সাকিব ৭-০-৩০-২, নাঈম ৭-১-২৯-০, তাইজুল ১১.২-২-৩৩-৬, মিরাজ ৮-১-২৭-২, মুস্তাফিজ ২-০-১১-০)
ফল: বাংলাদেশ ৬৪ রানে জয়ী
ম্যাচসেরা: মুমিনুল হক
সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে
Discussion about this post