স্বীকৃতিটা আগেই মিলেছিল। শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে বুঝে পেলেন সেরার সেই ট্রফিটিও। এ বছরের সেরা বাঙালির পুরস্কার গ্রহণ করলেন মাশরাফি বিন মতুর্জা। ‘আনন্দবাজার সেরা বাঙালি ২০১৭’ ট্রফি তার হাতে তুলে দেন ভারতীয় নারী ক্রিকেটার ও মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারী ঝুলন গোস্বামী।
তারও আগে মাশরাফির ক্রিকেট জীবন নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হয় কলকাতার সেই আয়োজনে। যেখানে মাশরাফিকে সৌরভ গাঙ্গুলীর পর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল বাঙালি হিসেবে স্বীকৃতি দেয়া হয়। পরিসংখ্যান মিথ্যে বলে না। গত কয়েক বছর ধরেই তার নেতৃত্বে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। ২০১৫ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল ম্যাশের দল। একইসঙ্গে এ বছর ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমি-ফাইনালে নিয়ে যান টাইগারদের।
এর আগে বাংলাদেশের দুই ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসান কলকাতা থেকে এই সম্মান পেয়েছিলেন। ২০০৭ সালে এ পুরষ্কার পান বাশার। সাকিবের হাতে এ পুরষ্কার উঠেছিল ২০১২ সালে। ৫ বছর পর কলকাতার এ পুরষ্কারটি আবারো পেলেন বাংলাদেশের কোন ক্রিকেটার।
পুরস্কার নিতে গিয়ে মাশরাফি বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হারার পরেও আমরা নিজেদের মধ্যে গল্প করেছি, আড্ডা দিয়েছি। যুবরাজের সঙ্গে আমার বন্ধুত্ব যেমন রয়েছে, তেমনই বিরাটের সঙ্গে আমাদের রুবেল, মুশফিকদের ভালো সম্পর্ক। সীমার মধ্যে থেকে মাঠে স্লেজিংও হয়।’
Discussion about this post