সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। তবে জায়গা পাননি সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলা বাংলাদেশের মারকুটে ওপেনার তামিম ইকবাল। সেরা একাদশে বিদেশি ক্রিকেটার চারজন। সাকিব ছাড়া বাকি তিনজন হলেন দুই অলরাউন্ডার পাকিস্তানের শোয়েব মালিক, নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন ও অবসর নেওয়া শ্রীলঙ্কান অফস্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন। খেলা ছাড়লেও বোলিং যে এখনও ভোলেননি সেটাই প্রমাণ করেছেন মুরালি। টুর্নামেন্টে ১১ উইকেট নিয়ে সাকিব দ্বিতীয় সেরা বোলার। পাশাপাশি এক ম্যাচে ৬ রানে ৬ উইকেট নিয়ে সাকিব গড়েছেন টি-টুয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিংয়ের নজির। বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন মাইক প্রোক্টর, জেফরি ডুজন, মাইক হেজম্যান, বিলি বাউডেনসহ আরও কয়েকজন সাবেক ক্রিকেটার, আম্পায়ার ও ক্রিকেট সাংবাদিক।
সিপিএলে কমপক্ষে চার ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড়দের মধ্য থেকেই বেছে নেওয়া হয় সেরা দল। জুরি প্যানেল জানায়, সেরা একাদশ নির্বাচনে খেলোয়াড়দের পূর্ব রেকর্ড যাচাই করা হয়নি। শুধু সিপিএলের পারফরম্যান্সই বিচার করা হয়েছে।
Discussion about this post