টেস্ট সিরিজে বাংলাদেশের বোলারদের কাছে আতঙ্কের অন্য নাম ছিলেন তিনি। শেষ টেস্টে দুই ইনিংসেই নিয়েছেন ৫টি করে উইকেট। ব্লুমফন্টেইন টেস্টের ম্যাচসেরা কাগিসো রাবাদা র্যাঙ্কিংয়েও বেশ এগিয়েছেন। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার পেসার
দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন। চার নম্বরে নেমেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর পাঁচ নম্বরে রঙ্গনা হেরাথ। শীর্ষ দুইয়ে আগের মতোই জেমস অ্যান্ডারসন ও রবীন্দ্র জাদেজা।
টেস্ট সিরিজে তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। তারই পথ ধরে র্যাঙ্কিংয়েও বলার মতো কিছু নেই। ব্লুমফন্টেইনে ৭০ রান করা লিটন কুমার দাস ৩০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯১তম স্থানে। ৬৯ নম্বরে ইমরুল কায়েস।
দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস দুই ধাপ এগিয়ে আছেন ১৪ নম্বরে। অন্যদিকে অলরাউন্ডারদের সেরা পাঁচ আগের মতোই আছে। শীর্ষে সাকিব আল হাসান। তারপরই আছেন রবিন্দ্রু জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বেন স্টোকস ও মঈন আলি।
Discussion about this post