ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৯ সালের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০০ ক্রীড়াবিদের তালিকা তৈরি করেছে ওয়েবসাইট- ইএসপিএন। ক্রীড়া বিষয়ক জনপ্রিয় এই ওয়েবসাইটের তালিকায় আছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
৭৮টি দেশের প্রায় ৮০০ সেরা ক্রীড়াবিদের মধ্য থেকে বেছে নেওয়া হয় ১০০জনকে। বছরের সেরা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তারপরই যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেবরন জেমস। তিন নম্বরে- বার্সেলোনার আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। চার নম্বরে ব্রাজিলের তারকা নেইমার।
জানা গেছে, ইএসপিএন-এর প্যানেল তিনটি বিষয় বিবেচনা করেছে সেরা ১০০ ক্রীড়াবিদ। সার্চ ইঞ্জিন-গুগলে ওই খেলোয়াড়কে খোঁজার সংখ্যা, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারি আর বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় বিবেচনা করা হয়েছে।
প্রথমবারের মতো সেরা ১০০-তে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আর সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এরমধ্যে সাকিব ৯০তম স্থানে, মুশফিক ৯২তম ও ৯৮তম স্থানে আছেন মাশরাফি।
সেরা ১০০ জনের মধ্যে আছেন ৮ জন ভারতীয় আর ৩ জন বাংলাদেশের। অন্য কোন দেশের ক্রিকেটার এই তালিকায় নেই। ক্রিকেটারদের মধ্যে শীর্ষে ভারত অধিনায়ক বিরাট কোহলি। সাত নম্বরে তিনি। ১৩তম স্থানে ভারতের আরেক তারকা মহেন্দ্র সিং ধোনি। একইসঙ্গে আছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও সুরেশ রায়না।
Discussion about this post