আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের এক নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালে উঠার সম্ভাবনা টিকিয়ে রাখল নিউজিল্যান্ড। শনিবার নেদারল্যান্ডসকে তারা ৬ উইকেটে হারিয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস করে ১৫১ রান। ৩৫ বলে ৪৯ রান করেন পিটার বোরেন। আর ২৩ বলে অপরাজিত ৪০ রান আসে টম কুপারের ব্যাট থেকে।
এর জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। তখনো হাতে ছিল ১ ওভার। জয়ের নায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৪৫ বলে ৬৫ রান করেন কিউই অধিনায়ক। এই ইনিংস খেলার পথে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ২ হাজার রানের মাইলফলক পেরোন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৫১/৪ (মাইবার্গ ১৬, সোয়ার্ট ২৬, বোরেন ৪৯, টম কুপার ৪০*; মিলস ১/২০, নাথান ম্যাককালাম ১/২০)
নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫২/৪ (উইলিয়ামসন ২৯, ম্যাককালাম ৬৫*, নিশাম ৭*; গুটেন ৩/৩০)
ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ব্রেন্ডন ম্যাককালাম
Discussion about this post