করোনা কালেও বেশ জমে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। সেপ্টেম্বরের শুরুতেই নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ। এইতো কিছুদিন আগেই ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলে গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরমধ্যে ভাবতে হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়েও। অক্টোবরেই সেই আয়োজন। যদিও এখনই বিশ্বকাপের দল ঘোষণা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ইঙ্গিত দিয়েছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল। তখন অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরজে নিয়ে ব্যস্ত থাকবে টাইগাররা।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দলগুলোর থেকে খেলোয়াড় ও অফিসিয়ালদের তালিকা চেয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে সেই তালিকা। আগের মতোই ১৫ জন খেলোয়াড় ও ৮ জন অফিসিয়ালের নাম চাইছে।
দল ঘোষণা নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দেখুন, সব ঠিক থাকলে আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপের স্কোয়াড দেব। সম্ভাব্য সেরা দল আমাদের তৈরি আছে। যারা বিবেচনায় আছে তাদেরকে আমরা নিউজিল্যান্ড সিরিজে রেখেছি। দুই একজন এদিক সেদিক হবে সেটা স্বাভাবিক। বড় পরিবর্তন হবার সম্ভবনা নেই।’
সঙ্গে তিনি আরও যোগ করলেন, ‘আসলে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে বরাবরই একটা চাহিদা দেয়। আমরা সেভাবেই দল তৈরি করি। নিউ জিল্যান্ড সিরিজে যে স্কোয়াড তৈরি আছে সেটা অনেকটাই চূড়ান্ত। এখান থেকেও কমাতে হবে কারণ আইসিসি ১৫ জনের তালিকা চেয়েছে।’
নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দল-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
Discussion about this post