ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটুর জন্য দেখা পেলেন না শতরানের। নার্ভাস নাইনটিজে আত্মাহুতি! শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করতে না পারার হতাশা নিয়েই সাজঘরে ঠিরলেন মোহাম্মদ মিঠুন ও জহুরুল ইসলাম। অবশ্য তিনদিনের ম্যাচের প্রথম ইনিংসে বড় স্কোরের পথে আছে বাংলাদেশ ‘এ’ দল।
রোববার প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ তুলেছে ৬ উইকেটে ২৭০ রান। সৌম্য সরকার ৮ ও মেহেদী হাসান মিরাজ ৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন। সফরে শক্তিশালী দল নিয়েই খেলছে বাংলাদেশ। একাদশের দশ ক্রিকেটারই খেলেছেন জাতীয় দলে।
জহুরুল ঘরোয়া ক্রিকেটেরই মতো এ’ দলের হয়ে বেশ সাবলীলভাবে ব্যাট করলেন। সাদমান ইসলামের সঙ্গে গড়েন ৯০ রানের উদ্বোধনী জুটি। ৮ চারে ৫৩ রান করে ফেরেন সাদমান। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। মুমিনুল তুলেন ১১।
এরপরই চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়েন জহুরুল-মিঠুন। মিঠুন রান আউট হলে ভেঙে ১৩৭ রানের জুটি। তিন ছক্কা ও ১০ চারে ৯২ রান করেন তিনি। জহুরুল ২১০ বলে ৮ চারে ৯০ রানে ধরেন সাজঘরের পথ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল: ৮৫ ওভারে ২৭০/৬ (জহুরুল ৯০, সাদমান ৫৩, শান্ত ৪, মুমিনুল ১১, মিঠুন ৯২, সৌম্য ৮*, সোহান ১, মিরাজ ৭*; বিশ্ব ১/৪৯, অশিথা ১/৩৫, পুস্পপুকারা ০/৭৫, রমেশ ২/৪৩, প্রিয়াঞ্জন ১/৩৪, কামিন্দু ০/১৩, বান্দারা ০/১৮)
Discussion about this post