আগের ম্যাচে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে এবার আর হতাশা নয়। ঠিকই দেখা পেয়ে গেলেন তিন অঙ্কের। যদিও। লড়লেন ঠিক আগের মতো। দলের বিপর্যয়ে মুশফিকুর রহিম তো আছেনই। অন্যরা যখন ব্যর্থ, তখন একা লড়ে যাওয়া তার জন্য নতুন নয়। এবারও দেখালেন সেই চেনা রূপ। শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাটেই দল পেল ২৪৬ রানের লড়াকু পুঁজি।
তার পথ ধরে মুশফিক পেয়ে গেলেন তার ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম শতরান। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রানে থামলেন তিনি। এই ইনিংসের পথে নতুন উচ্চতায় পা রাখলেন মুশি। টপকে গেলেন সাকিব আল হাসানকে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ব্যাট হাতে চেনা যাচ্ছে না সাকিবকে। মুশফিক তো দুই ম্যাচেই সফল। সেঞ্চুরির পর এখন মুশফিকের ওয়ানডে রান ৬৫৫৩। শূন্য রানে সাজঘরে ফেরা সাকিব ৬৪৫১ রান। আগের মতোই শীর্ষে তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়কের রান ৭৫১৭।
সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব ফেরেন ১৫ রান করে। মঙ্গলবার দ্বিতীয়টিতে রানের খাতা খুলতে পারলেন না। প্রথম ম্যাচে ৮৪ রান করে মুশফিক হন ম্যাচসেরা। এবারও পথটা তৈরি হয়েই আছে। ১২৭ বলে ১০ চারে ১২৫ রান করে এগিয়ে গেলেন।
Discussion about this post