ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এছাড়া অন্য কোন উপায় ছিল না। ক্রিকেট অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া শর্ত মানতে গিয়ে খেলানো গেলো না মুশফিকুর রহমিকে। এমন কী নতুন কারোরই সুযোগ হলো না। ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে কারা বাংলাদেশ দলে থাকছেন সেটা তো আগেই নিশ্চিত ছিল। জৈব সুরক্ষা বলয়ে থাকা ১৭ জনকে রেখেই দল ঘোষণা করে আনুষ্ঠানিকতা সারল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রোববার মধ্যরাতে বিসিবি জানাল-জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সুরক্ষা বলয়ে থাকা সবাই আছেন টি-টুয়েন্টি দলে। অনুমিত দল নিয়েই অস্ট্রেলিয়ার সঙ্গে লড়বে টাইগাররা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টুয়েন্টি ৩ আগস্ট। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচ মিরপুরের শেরেবাংলায় শুরু সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান,মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।
Discussion about this post