আবারো বিশ্ব একাদশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তামিম ইকবাল। এবার বাংলাদেশ থেকে তার সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। ২০১৭ সালের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লন্ডভন্ড হয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুটি স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের সংস্কারে তহবিল গঠনের জন্য এই চ্যারিটি ম্যাচ আয়োজন করছে আইসিসি। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে এই ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
৩১মে মুখোমুখি হবে এই দুই দল। আইসিসি জানিয়েছে ম্যাচটি আন্তর্জাতিক টি-টুয়েন্টির মর্যাদা পাবে। বিশ্ব একাদশের হয়ে সাকিব-তামিম ছাড়াও খেলবেন-পাকিস্তানের শহীদ আফ্রিদি, শোয়েব মালিক আর শ্রীলঙ্কার থিসারা পেরেরা। ইয়ন মরগানের নেতৃত্বে দেবেন।
এমন ম্যাচে খেলার সুযোগ পেয়ে উচ্ছসিত তামিম। আইসিসিকে এই টাইগার ক্রিকেটার বলেন, ‘দেখুন, ক্রিকেট এমন একটি খেলা, যা সবাইকে এক করে। ব্যবধান ঘোচায় আর সেখানে খেলোয়াড়রা একে অপরকে সাহায্য করে। এই ম্যাচটি সেই বার্তার প্রমাণ। বিশ্ব একাদশের অংশ হতে পের আমি আনন্দিত। বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অবদান অনেক। এই ম্যাচ থেকে পাওয়া অর্থ যদি তাদের স্টেডিয়ামের কোনো উপকারে আসে, তাহলে এটি ভালো নজির হবে।
একইভাবে উচ্ছ্বাসিত বিশ্ব একাদশে সুযোগ পাওয়া আফগানিস্তানের রশিদ খান। টি-টুয়েন্টির বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার বলছিলেন, ‘এটা আমার ও আমার দেশের জন্য অনেক অনেক গর্বের ব্যাপার। সত্তরের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ যা দেখিয়েছে, সেটা দেখেই আমাদের প্রজন্ম আর আগের প্রজন্ম ক্রিকেট খেলতে আগ্রহী হয়েছে। যদি ওয়েস্ট ইন্ডিজ সাহায্য চায়, তবে আমাদের কোনো দ্বিধা থাকা উচিত হবে না।’
Discussion about this post