ফের ব্যস্ততা শুরু হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দলের। হাতে খুব একটা সময় নেই। আসছে মাসেই টাইগাররা উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজে। পূর্ণাঙ্গ সিরিজে থাকবে তিন ফরম্যাটের ক্রিকেটই। কিন্তু এই সফরের আগেই ছুটি নিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
এ অবস্থায় বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, হেরাথের পরিবর্তে এবার কাউকেই উইন্ডিজ সফরে নিচ্ছে না বিসিবি। এমন কী ক্যারিবীয় সফরে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন সুজনই। সঙ্গে হেড কোচ রাসেল ডমিঙ্গোও থাকবেন। যদিও সুজন স্পিনার নন! শনিবার মিরপুরে সুজন বলেন, ‘এবার আমাদের সাথে সোহেল যাচ্ছে না। হেরাথের পরিবর্তে কেউ যাচ্ছে না। আমাকে আর ডমিঙ্গোকেই স্পিনারদের দেখতে হবে।’
এদিকে সুজন মনে করেন ক্রিকেটারদের মানসিক সমস্যা আছে। তিনি আরও বলেন, ‘মানসিক জড়তা রয়ে গেছে এটা অস্বীকার করা যাবে না। ছেলেরা কতটুক স্বীকার করবে জানি না। কিন্তু ড্রেসিংরুমে মানসিক সমস্যার একটা বাধা রয়ে গেছে। মানসিকভাবে আমরা হয়ত সেরকম না বা এখনো মানিয়ে নিতে পারছি না।’
ক্যারিবীয় সফরে বাংলাদেশ তিন ফরম্যাটে খেলবে। ২টি করে টেস্ট আর টি-টুয়েন্টির পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। ৬ জুনের মধ্যে তিনভাগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ যাবে।
উইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৫ জুন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ায়। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে।
Discussion about this post