ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই গড়েছেন অনন্য কীর্তি। ইতিহাসে প্রথম বোলার হিসেবে টি-টুয়েন্টিতে পরপর চার বলে নিয়েছেন চার উইকেট। যাকে ক্রিকেটে বলে ‘ডাবল হ্যাটট্রিক’। নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এই রেকর্ড গড়েন লাসিথ মালিঙ্গা। সেই সাফল্যের রেশ ধরে এবার র্যাঙ্কিংয়ে সুখবর।
টি-টুয়েন্টিকে বোলারদের র্যাঙ্কিংয়ে মালিঙ্গা উঠে এসেছেন ২০ ধাপ। তিনি আছেন ২১ নম্বরে। শনিবার আইসিসি থেকে এমন সুখবর পেলেন শ্রীলঙ্কান অধিনায়ক মালিঙ্গা।
ওয়ানডেতেও চার বলে চার উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন মালিঙ্গা। শুক্রবার টি-টুয়েন্টিতে আরেকবার সেই নজির রাখলেন তিনি। আর তাতে বনে গেলেন দুই ফরম্যাটে এমন রেকর্ড করা প্রথম বোলার হিসেবে।
ম্যাচে কলিন মানরোকে ফিরিয়ে শুরু। এরপর শিকার কেন হামিশ রাদারফোর্ডের উইকেট। তৃতীয় শিকার কলিন ডি গ্র্যান্ডহোম। পূরণ হয় হ্যাটট্রিক। এরপর রস টেলরকে ফিরিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। ম্যাচে টিম সেইফার্টকে ফিরিয়ে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন মালিঙ্গা। ৪ ওভারে ৬ রান দিয়ে ৫ উইকেট।
২০১৭ সালের এপ্রিলে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি হ্যাটট্রিকটি করেন মালিঙ্গা। তুলে নেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজের উইকেট।
তারও আগে চার বলে ৪ উইকেট নেন ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার শন পোলক, অ্যান্ড্রু হল, জ্যাক ক্যালিস ও মাখায়া এনটিনিকে ফিরিয়ে গড়েন অনন্য নজির। এবার টি-টুয়েন্টিতেও একই রেকর্ড গড়লেন লঙ্কান অধিনায়ক।
টি-টুয়েন্টিতে আগের মতই বোলারদের শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। দুইয়ে পাক স্পিনার ইমাদ ওয়াশিম। এদিকে এ তালিকার তিনে অবস্থান করছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।
ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আগের মতই রয়েছেন পাকিস্তানের বাবর আজম। কলিন মানরোকে সরিয়ে এ তালিকায় দুইয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল।
Discussion about this post