সিলেট টেস্টে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে লক্ষ্য এখন ১৭৪ রান। চতুর্থ ইনিংসে রান তাড়ার হিসাবে লক্ষ্যটা খুব বড় নয়। তবে ইতিহাস বলছে, এই লক্ষ্যও জিম্বাবুয়ের জন্য বিশাল এক চ্যালেঞ্জ।
টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত জিম্বাবুয়ের সর্বোচ্চ রান তাড়া করে জয় ১৬২ রানের। ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছিল তারা। এর বাইরে শতরানের বেশি রান তাড়া করে জিম্বাবুয়ের জয় আছে আরও মাত্র দুটি। সবমিলিয়ে চতুর্থ ইনিংসে জয় তাদের মাত্র পাঁচটি।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানের সংগ্রহে সবচেয়ে বড় ভূমিকা ছিল জাকের আলির ৫৮ রানের। তার আগে ইনিংসের শুরুতে মুজারাবানির তাণ্ডবে মাত্র ৭ ওভারের মধ্যে হারায় তিন উইকেট-নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম সাজঘরে ফেরেন দ্রুত।
বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়ার পর মুজারাবানি ২০.২ ওভারে ৭২ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। এই দারুণ বোলিংয়ের পর জিম্বাবুয়ের সামনে এসেছে সুযোগ—তারা কি পারবে এই রান তাড়া করে গড়বে নতুন রেকর্ড? নাকি ইতিহাসের পথেই ফিরবে বাংলাদেশ?
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১/১০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩/১০
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৫৭/১) ৭৯.২ ওভারে ২৫৫/১০ (শান্ত ৬০, জাকের ৫৮, মিরাজ ১১, তাইজুল ১, হাসান ১২, খালেদ ০, নাহিদ ০*; নিয়াউচি ১৮-৪-৪২-১, মুজারাবানি ২০.২-৫-৭২-৬, এনগারাভা ১৯-০-৭৪-১, মাধেভেরে ৮-১-৩২-০, মাসাকাদজা ১৪-৪-২০-২)
Discussion about this post