এবার দ্বিতীয় ম্যাচেও বাজিমাত বাংলাদেশের। বৃহস্পতিবার রাতে নিউজিল্যান্ডকে ৪০ রানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিল মুশফিকুর রহীমের দল।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৯ ওভারে অলআউট হয়ে তুলে ২৪৭ রান। তামিম ইকবালের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৫৮ রান।
সেই রান তাড়া করতে নেমে ৪৬.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে মাশরাফি ও সোহাগ তিনটি করে উইকেট নেন। সেই ২০১০ সালের পর ফের সফরকারীদের সামনে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা।
এটি দেশের মাটিতে টানা দ্বিতীয় সিরিজ জয়। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৯ ওভারে ২৪৭/১০ (তামিম ৫৮, শামসুর ২৫, মুমিনুল ৩১, মুশফিক ৩১, নাঈম ১৬, নাসির ৩, মাহমুদুল্লাহ ২১, সোহাগ ২৬, মাশরাফি ১৪, রাজ্জাক ৪*, রুবেল ২; অ্যান্ডারসন ৪/৪০, নিশাম ৪/৫৩, নাথান ১/৪২, মিলস ১/৪৭)
নিউজিল্যান্ড: ৪৬.৪ ওভারে ২০৭/১০ (ডেভিসিচ ১৯, রাদারফোর্ড ১, এলিয়ট ১৪, টেইলর ৪৫, অ্যান্ডারসন ৩৭, ব্রেন্ডন ১৪, ল্যাথাম ০, নিশাম ৮, নাথান ২৫, মিলস ২৭*, সাউদি ০; সোহাগ ৩/৩৪, মাশরাফি ৩/৪৩, মুমিনুল ২/১৩, রাজ্জাক ১/৩৫)।
ফল: বাংলাদেশ ৪০ রানে জয়ী
Discussion about this post