ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে একেবারে অনায়াস জয়। তিনটিতেই হেসে খেলে জয় পেল বাংলাদেশ। ঢাকায় প্রথম ওয়ানডেতে ১০০ বল হাতে রেখে জয় ৭ উইকেটে। দ্বিতীয় ম্যাচে উইন্ডিকে টাইগাররা হারায় ৬ উইকেটে। হাতে ছিল ৯৭ বল। এরপর চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে ১২০ রানের জয়।
বাংলাওয়াশের আনন্দ নিয়ে ওয়ানডে মিশন শেষ। প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা বেশ মনে রাখার মতোই হলো। সিরিজে ব্যাট হাতে দাপট দেখালেন তামিম ইকবাল। বল হাতে সেরা মেহেদী হাসান মিরাজ।
অধিনায়ক তামিম ইকবাল তিন ম্যাচে ৫২.৬৬ গড়ে করেছেন ১৫৮ রান। তিন ম্যাচের মধ্যে দুটিতে হাফ সেঞ্চুরি। ১১৬ রান করে এরপরই আছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার রভম্যান পাওয়েল। ১১৩ রান করে তিন নম্বরে সাকিব আল হাসান। এই সিরিজ দিয়েই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন এই অলরাউন্ডার। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখায় নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এক বছর মাঠের বাইরে থেকে উইন্ডিজ সিরিজ দিয়ে ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে।
ওয়ানডে সিরিজে বোলিংয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচে ১০.২৮ গড়ে ৭টি উইকেট নিয়েছেন তিনি। দুঃসময় কাটিয়ে এই সিরিজ দিয়ে ছন্দে ফিরেছেন মিরাজ। ৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আরেক স্পিনার সাকিব আল হাসান। ব্যাটেবেলে দাপটে তিনিই সিরিজসেরা। ৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে পেসার মুস্তাফিজুর রহমান। তিনিও ছন্দ ফিরে পেয়েছেন।
এবার টাইগারদের সামনে টেস্ট মিশন। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৩ ফেব্রুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
Discussion about this post