ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এই দলটাই কিছুদিন আগে জিতে এসেছে এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা। অথচ সেই বাংলাদেশ নারী ক্রিকেটাররাই দেশের মাঠে হতাশ করলেন। আগের ম্যাচে মাত্র ৩০ রানে অলআউট। এবার সেই সালমা খাতুনের দল খেলতে পারল না পুরো ২০ ওভার। দল ব্যর্থ। তারই পথ ধরে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে ৭ উইকেটে জিতল পাকিস্তান।
৪ ম্যাচে এখন ২-০তে এগিয়ে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। চতুর্থ এবং শেষ ম্যাচ ৬ অক্টোবর।
শুক্রবার কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু দল অলআউট হয়ে তুলে ৮১ রান। যা মাত্র ৩ উইকেট হারিয়ে ১১ বল বাকী থাকতেই করে ফেলে সফরকারীরা।
এশিয়া কাপ জয়ী বাংলাদেশ নারী দলের সিরিজে এমন আত্মসমর্পন সত্যিই হতাশার। ব্যাট হাতে ব্যর্থ ক্রিকেটাররা। দুই অঙ্কের রান করেছেন শুধু তিনজন- নিগার সুলতানা (১৯), রুমানা আহমেদ (১২) ও শামিমা সুলতানা (১০)।
এরপর জবাব দিতে নেমে অনায়াসেই জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান। জাভেরিয়া ৩১ রান তুলেন। নাহিদা করেন ৩৩।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ৮১/৮ (শামিমা ১০, আয়েশা ৮, ফারজানা ৫, নিগার ১৯, সানজিদা ৭, রুমানা ১২, ফাহিমা ৩, জাহানারা ৪, সালমা ৬*, পান্না ২*; আইমান ১/২০, আনাম ১/১০, নাশরা ২/১৬, নিদা ২/১৬)
পাকিস্তান: ১৮.১ ওভারে ৮৫/৩ (আয়েশা ১৩, নাহিদা ৩৩, জাভেরিয়া ৩১*, মুনিবা ৫, নিদা ২*; জাহানারা ০/১৯, সালমা ০/১৪, নাহিদা ০/১৮, রুমানা ১/১০, ফাহিমা ১/১৫)
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
Discussion about this post