ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাড়া জাগিয়ে ভারতীয় টেস্ট দলের হয়ে পথচলা শুরু তার। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরিতে রাঙিয়েছিলেন কিন্তু এরপর গত এক বছর চোটের কারণে জাতীয় দলের বাইরে পৃথ্বী শ। যখন ফেরার অপেক্ষায় তখনই শুনলেন দুঃসংবাদ। ডোপিংয়ের দায়ে ৪ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। বিপাকেই পড়লেন ভারতীয় ক্রিকেটের সেনসেশন পৃথ্বী শ!
বিসিসিআই জানিয়েছে, পৃথ্বী শ ‘অসাবধানবশত নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন’, সাধারনত যা কফ সিরাপে পাওয়া যায়। এ কারণে ১৫ নভেম্বর, ২০১৯ পযর্ন্ত নিষিদ্ধ করা হয়েছে তাকে।
আগস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর টেস্টে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। কিন্তু কোন সিরিজেই খেলতে পারবেন না পৃথ্বী শ। বিসিসিআই-এর অ্যান্টি ডোপিং প্রোগ্রামের অংশ হিসেবে ২২ ফেব্রুয়ারি ইনদোরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি টুর্নামেন্টে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ডোপ টেস্ট করা হয় পৃথ্বীর। সেখানেই ডোপ টেস্টে পজিটিভ হলেন তিনি। তার মুত্রের নমুনাতে ‘টারবিউটালিন’ পাওয়া গেছে। যা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাজেন্সির (ডব্লিউএডিএ) তালিকায় নিষিদ্ধ। এর ফলে বিসিসিআই-এর অ্যান্টি ডোপিং নিয়মের (এডিআর) ২.১ ধারা ভঙ্গ করায় নিষিদ্ধ করা হয়েছে পৃথ্বীকে।
এ অবস্থায় পৃথ্বী টুইটারে তিনি লিখেছেন, ‘আন্তরিকতার সঙ্গে আমি আমার ভাগ্যকে মেনে নিচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আমি এটা নিয়েছিলাম এবং আশা করি এই ঘটনা অন্যান্যদের সচেতন করবে। আমাদের মতো অ্যাথলেটদের ঔষধ নেওয়ার ক্ষেত্রে চূড়ান্তভাবে সচেতন হওয়া উচিৎ।’
Discussion about this post