প্রথম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ট্রফি জিতল ক্রিস গেইলের জ্যামাইকা তালওয়াশ। ফাইনালে গায়ানা অ্যামাজনকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৮ রানই করতে পারে গায়ানা। সিমন্সের ৪০, রামদিনের ২৯, ফ্রাংকলিনের ১৭ রান করেন। বার্নার্ড ২, গেইল নেন ১ উইকেট। লক্ষ্যটা ছোট হওয়ায় শুরুতে কোন ঝুঁকিই নেয়নি জ্যামাইকা। ক্রিস গেইল ৪৮ বলে অপরাজিত থাকেন ৪৭ রানে । তার সঙ্গে আন্দ্রে রাসেলের ১৮ বলে ৩৩-এ সহজ জয়ে চ্যাম্পিয়ন হয় জ্যামাইকা।
ফাইনালে ম্যাচ সেরা হন গেইল। টুর্নামেন্ট সেরা জিতেন গায়ানার ক্রিসমার সান্তোকি।
Discussion about this post