দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরলেও প্রথম ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি সাকিব আল হাসান। অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে সিপিএলের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে ব্যাটে-বলে ছিলেন নিষ্প্রভ।
বাংলাদেশ সময় আজ ভোরে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে অ্যান্টিগা ১৭.১ ওভারে ১২১ রানে অলআউট হয়। ছয় নম্বরে ব্যাট করতে নেমে সাকিব ১৬ বলে ১১ রান করেন, যেখানে কোনো বাউন্ডারি ছিল না। ১০ রানে থাকতে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ মিসের সৌভাগ্য পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ওয়াকার সালামখেইলের বলে লং অফে জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন।
বল হাতে সাকিব মাত্র ১ ওভার বোলিং করে ৬ রান দেন, কিন্তু কোনো উইকেট নিতে পারেননি।
ম্যাচে আফগান বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখেইল ছিলেন অ্যান্টিগার ব্যাটিং ধসের মূল কারিগর, ৪ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট। তাঁর ঘূর্ণিতেই শেষ ৬ উইকেট হারিয়ে অ্যান্টিগা থামে ১২১ রানে। সেন্ট কিটস ১৫ ওভারেই ৪ উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে।
অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের পরের ম্যাচ বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর-
অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস: ১৭.১ ওভারে ১২১/১০(গোর ৬১, অ্যালেন ১২, ইমাদ ১১, সাকিব ১১; সালামখেইল ৪/২২, নাসিম ২/২০, ফারুকি ২/৩০)।
সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস: ১৫ ওভারে ১২৫/৪ (অ্যাথানেজ ৩৭*, লুইস ২৫, ফ্লেচার ১৯, হোল্ডার ১৮*; কর্নওয়াল ২/১৯, ম্যাককয় ১/১৯, গজনফর ১/২৬)।
ফল: সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ওয়াকার সালামখেইল।
Discussion about this post