দেশের ফুটবলে চলমান সংকট ও স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে আজ বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। রাজধানীর নগর ভবনে অনুষ্ঠিত এ আলোচনায় জাতীয় দলে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি ও সিন্ডিকেট ও স্বজনপ্রীতির অভিযোগ গুরুত্ব পায়।
সাক্ষাতের সময় বাংলাদেশ ফুটবলের নতুন তারকা হামজা চৌধুরীও উপস্থিত ছিলেন। দেশের ফুটবল সংস্কার ও আধুনিকায়নের প্রয়াসের প্রশংসা করে ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানান হামজা। বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে আপ্লুত হামজা বলেন, ‘দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।’
ক্রীড়া উপদেষ্টা হামজার অন্তর্ভুক্তিকে বাংলাদেশের জন্য ইতিবাচক উল্লেখ করে বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের দল গঠনে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে। যদি কোনো অনিয়মের আভাস পাওয়া যায়, তবে ব্যবস্থা নেওয়া হবে।’
সাম্প্রতিক সময়ে তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামের বাদ পড়া নিয়েও আলোচনা হয়। বিষয়টি নিয়ে তাবিথ আউয়াল ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ফাহমিদুলকে আমরা বাদ দেইনি, ও প্রতিভাবান, তবে তাকে আরও সময় দিতে চেয়েছি। জুনে ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, সেখানে তাকে দেখা যেতে পারে।’
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দল নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেন। তিনি বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে স্বজনপ্রীতি বা সিন্ডিকেট যাতে না হয়, সে বিষয়ে বাফুফেকে সজাগ থাকতে হবে। দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’
তিনি আরও বলেন, ‘বাফুফেকে আরও সুদৃঢ় পদক্ষেপ নিতে হবে, যাতে কোনো সংকট ফুটবলের অগ্রযাত্রাকে ব্যাহত না করে।’
আলোচনার শেষে ক্রীড়া উপদেষ্টা ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস বাড়াবে ও ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে।
Discussion about this post