অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচেই রীতিমতো নজরকাড়া নৈপুন্য দিয়ে মুগ্ধ করল বাংলাদেশ। বিগ ব্যাশের দল শক্তিশালী সিডনি সিক্সার্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। বৃষ্টির বাধার পর ডাকওয়ার্থ লুইস ম্যাথডে ৭ উইকেটে ম্যাচ জিতেছে টাইগাররা।
নর্থ সিডনি ওভালে টসে হেরে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে সিডনি সিক্সার্স। এরপর বাংলাদেশের ব্যাটসম্যানরা মাঠে নামার আগেই হঠাৎ নেমে আসে বৃষ্টি। ডাকওয়ার্থ লুইসে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৮৪ রান। আর সেটা ৩ উইকেট হারিয়েই তুলে নেয় বাংলাদেশ।
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানকে ছাড়াই ম্যাচটি খেলতে নামে বাংলাদেশ। তবে বাজে সময় কাটানো সৌম্য সরকার একাই দৃশ্যপট পাল্টে দিয়েছেন।
বিসিবি একাদশের হয়ে প্রথমে নেন তিনটি উইকেট। তারপর ব্যাট হাতে ২০ রান।
সংক্ষিপ্ত স্কোর-
সিডনি সিক্সার্স: ২০ ওভারে ১৬৯/৯ (হিউজ ৪৭, রয় ৪২, হাডিন ৬, বিলিংস ৫, বোথা ৫, সিল্ক ৩৫, কার্টার্স ৮, অ্যাবট ১৪*, ডরশিস ১৪, মেনি ০; শুভাশীষ ৪-০-৩৫-০, তাসকিন ৪-০-৩৮-২, মাশরাফি ৪-০-২৯-১, তাইজুল ৪-০-৩৮-২, মিরাজ ১-০-৭-১, তানভীর ২-০-১৫-০, সৌম্য ১-০-৫-৩)।
বিসিবি একাদশ: ৬.৪ ওভারে ৮৪/৩ (লক্ষ্য ৮ ওভারে ৮৪) (ইমরুল ১২, সৌম্য ২০, সাব্বির ১, মুশফিক ১৫*, মাহমুদউল্লাহ ২৮*; বোথা ১-০-১৭-০, চিবার ৩-০-৩৫-২, কার্টার্স ২-০-২৬-১, বিলিংস ০.৪-০-১-০)।
ফল: ডাকওয়াথ লুইস পদ্ধতিতে বিসিবি একাদশ ৭ উইকেটে জয়ী
Discussion about this post